জাতীয় সমবায় দিবস উপলক্ষে কানাইঘাটে বাউল বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে উপজেলা টিডিসি হলে গত শনিবার সন্ধ্যা ৬টায় বাউল শিল্পী দেওয়ান কালা মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র লুৎফুর রহমান, আওয়ামী লীগনেতা খছরুজ্জামান ও এডভোকেট মামুন রশিদ। এছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৮টায় আলোচনা সভা শেষে যখন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্ত্ততি চলছিল ঠিক তখনই কয়েকজন মাদ্রাসার ছাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের দাবী জানায়। এ সময় উদ্যোক্তারা তাদেরকে আশ্বস্থ করেন যে, এখানে কোন প্রকার অসামাজিক কার্যকলাপ হবে না। কিন্তু আগত মাদ্রাসার ছাত্ররা এতে সন্তুষ্ট না হয়ে অনুষ্ঠান বন্ধের দাবী জানিয়ে চলে আসে। এর কিছুক্ষণ পর তারা স্থানীয় কানাইঘাট বাজারে এসে প্রায় হাজারো জনতায় দলবদ্ধ হয়ে লাঠি সোটা নিয়ে জোরপূর্বক উপজেলা প্রশাসনের ভিতরে ঢুকে পড়ে। এ সময় পুলিশ তাদের বাধা দিয়েও আটকাতে পারেনি। প্রশাসন চত্বরের ভিতরে ঢুকেই তারা ইউটিডিসি হলসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে ইট, পাটকেল নিক্ষেপের ফলে সমবায় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার ৮টি সমবায় স্টল সম্পূর্ণরূপে ভাংচুর হয়ে যায়।উশৃঙ্খল জনতার ইট-পাটকেল নিক্ষেপের ফলে এক পর্যায়ে বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ঘন্টাখানেক পৌর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় লোকজন ভয়ে দিগ্বিদিক ছুটতে থাকে এবং ইট-পাটকেলের আঘাতে ১০/১৫ জন লোক আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায় নি। এ সময় উত্তেজিত জনসাধারণকে শান্ত পরিবেশে ফিরিয়ে আনতে আ’লীগের পৌর আহবায়ক জামাল উদ্দিন বক্তব্য রাখেন খবর পেয়ে কানাইঘাট থানার ওসি শফিকুর রহমান খান ও ওসি তদন্ত রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়।মাদ্রাসা ছাত্র ও বিক্ষুব্ধ জনতার অভিযোগ, এশার আজানের সময় মাইক বাজিয়ে গান করা হয়। এতে বিক্ষুব্ধ হয়ে তারা হামলা চালায়।
সাংস্কৃতিক অনুষ্টানে হামলা।আহত ১৫জন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়