Monday, November 28

ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় ২ ডাকাত গ্রেফতার

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি দু’ডাকাত গ্রেফতার
গত ১৪ নভেম্বর কানাইঘাট উপজেলার ৭নং দণি বানী গ্রাম ইউনিয়নের ধলিবিল দণি (নয়াগ্রামে)’র বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদের বাড়িতে সংঘটিত দুর্ধষ ডাকাতির ঘটনার সাথে জড়িত দু’ডাকাতকে কানাইঘাট থানা পুলিশ গত শুক্র ও শনিবার পৃথক অভিযান চালিয়ে আটক করতে সম হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতরা হল ৫নং বড়চতুল ইউপি’র কুড়ারপার গ্রামে নাসির উদ্দিনের পুত্র পেশাদার ডাকাত ও একাধিক ডাকাতি মামলার আসামী এনাম উদ্দিন (২৫) ও ৭নং দণি বানীগ্রাম ইউপি’র ধলিবিল দণি নয়াগ্রামের তাজুল ইসলামের পুত্র এলাকার চিহ্নিত অপরাধী হারুনুর রশিদ (৩০)। পুলিশ সূত্রে জানাযায় গত শুক্র ও শনিবার পৃথক অভিযান চালিয়ে থানার এস.আই এনাম আহমেদ ও এস.আই হাবিব আহমদ পৃথক অভিযান চালিয়ে এ দু’ডাকাতকে তাদের নিজ এলাকা থেকে আটক করেন। গ্রেফতারকৃত এনাম ডাকাতের বিরুদ্ধে দরবস্ত চতুল রাস্তার মালিগ্রাম এলাকায় সড়ক ডাকাতিসহ ৩টি ডাকাতির মামলা রয়েছে। সম্প্রতি সে জেল কেটে বের হয়ে আবারো ডাকাতিতে জড়িয়ে পড়ে। অপরদিকে হারুন রশিদের বিরুদ্ধে থানায় বিষ্ফোরক দ্রব্য আইনেসহ আরো দু’টি মামলা রয়েছে। আটককৃত এদু’ডাকাতকে গতকাল আদালতে পুলিশ সোপর্দ করলে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধিতে হারুন রশিদ ব্যবসায়ী ফারুক আহমদের বাড়িতে ডাকাতি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে কানাইঘাট থানার ওসি শফিকুর রহমান খান জানিয়েছেন। উল্লেখ্য যে গত ১৪নভেম্বর গভীর রাতে ব্যবসায়ী ফারুক আহমদের বাড়িতে ১০/১২জনের অস্ত্রধারী ডাকাতদল হানা দিয়ে ১৮ভরি স্বর্ণালঙ্কার নগদ দু’ল ৬১হাজার টাকাসহ প্রায় ১২ল টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়