বাঁচতে চায় প্রতিবন্ধী বাহার
সিলেটের কানাইঘাট উপজেলার বানীগ্রামে ১৯৮৩ সালের ১১ জুন প্রতিবন্ধী যুবক বাহার উদ্দিনের জন্ম। ১৯৮৯ সালে বাহার আক্রান- হয় অজ্ঞাত রোগে। এ কারনে তার দুটি পা চিরতরে পঙ্গু হয়ে যায়। তার বাবার আর্থিক অসচ্ছলতার জন্য সে উপযুক্ত চিকিৎসা করাতেব্যর্থ হয়। কিন' থেমে থাকেনি বাহার উদ্দিনের জীবন সংগ্রাম। স'ানীয় স্কুলে ভর্তি হয়ে চালিয়ে যেতে থাকে তার পড়ালেখা। পাশ করে এসএসসি। ভর্তি হয় এইচএসসিতে। কিন' নিয়তির করুন পরিনতিতে আবার তার দুটি হাতে ব্যারাম দেখা দেয়। কলেজে ভর্তি হওয়ার তিন মাসের মাথায় অসুখ বেড়ে যাওয়ায় ইতি টানতে হয় তার লেখা পড়ায়। ডাক্তাররা তাকে দুই বৎসর বিশ্রামে থাকার পরামর্শ দেন। পরে আবার বাহার উদ্দিন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পোগ্রামে ভর্তি হয়। সে লেখা পড়ার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষন নিতে থাকে। এক পর্যায়ে আবার তার হাতে ব্যারাম দেখা দেয়ে। তাই চিরতরে তার লেখা পড়া বন্ধ হয়ে যায়। বাহার উদ্দিন ঘরে বসে কম্পিউটারের সহায়ক বই পড়ে পড়ে কম্পিউটারের অনেক পোগ্রাম শিখে ফেলে। তাই সে জীবিকা নিবর্াহের জন্য ২০০৮ সালে নিজ বাড়ীতে গড়ে তুলেন ”কুইক লাক কম্পিউটার একাডেমী”। প্রতি দিন গড়ে ৪/৫ জন করে তরুন যুবক ও শিক্ষিত লোকজনকে কম্পিউটার প্রশিক্ষন দিয়ে আসছিলেন। এতে কিছুটা আর্থিক উর্পাজন হতো। কিন' কঠোর পরিশ্রমী ও উদ্যমী বাহার এখন আর ঘরে বসে কম্পিউটার প্রশিক্ষন দিতে পারছেন না।হাতের উপর ভর কওে চলতো বিধায় অসুখ এক পর্যায়ে তার হাতে ও ভর করে। এখন বাহার উদ্দিনের হাতের শক্তি ধীরে ধীরে কমে আসছে। চিকিৎসকরা দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। অন্যতায় তার হাতের শক্তি চিরতরে নিঃশেষ হয়ে যাবে। প্রতিবন্ধী যুবক বাহার উদ্দিনের পায়ের অসুখ সারতে না সারতেই ভুগছেন শারিরীক দুর্বলতা সহ হাতের অসুখে। দরিদ্র পরিবারের পক্ষে তার চিকিৎসা করানো কোন ভাবেই সম্ভব নয়। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লক্ষ টাকার। তাই নিরুপায় হয়ে চিকিৎসার জন্য সে সহযোগিতা চায় সমাজের চিত্ত বিত্তবানদের।সম্প্রত্তি সিলেটের মেয়র কামরান অসুস্থ বাহারের চিকিতসার জন্য ২৫ হাজার টাকা তুলে দিয়েছেন বাহারেরে হাতে। প্রতিবন্ধী বাহার বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকীতসাধীন সাহায্য পাঠানোর টিকানা ঃ বাহার উদ্দিন, সঞ্চয়ী হিসাব নং ৫১৪৫, অগ্রণী ব্যাংক, গাছবাড়ী বাজার শাখা, উপজেলা ঃ কানাইঘাট, সিলেট। মোবাইল ঃ ০১৭১৫১৩৭৪০০
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়