কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই-ভাতিজার হাতে এক ব্যাক্তি খুন হয়েছে। জানা যায়, ৪নং সাতবাক ইউপি'র ছদিয়লের মাটি গ্রামের মৃত হাজী আব্দুল কাদিরের দু'পুত্র আব্দুল কুদ্দস (৬৫) ও আব্দুস সুবহান (৪৮) এর মধ্যে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত সোমবার রাত ৮টায় স্থানীয় ভবানীগঞ্জ বাজারে আব্দুল কুদ্দুস ও তার পুত্রদ্বয় গোলাম মস্তোফা (৪৫), হারুন আহমদ (৪০), গোলাম মস্তোফার ছেলে রাসেল (১৯) ও দাবাধরনীর মাটি গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র ওকিল আহমদ (৪৭) পূর্ব পরিকল্পিতভাবে একত্রিত হয়ে আব্দুস সুবহানকে উপযর্ুপরি ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার ছেলে মামুন রশিদ (৩০) রা করার জন্য এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে মারাত্মকভাবে জখম করে। আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওমেক হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে আব্দুস সুবহান মৃতু্যর কোলে ঢলে পড়েন। ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এব্যাপারে নিহতের ছেলে মামুন রশিদ ৫জনকে আসামী করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং- (২৪)(৩০/৫/০১১)।
কানাইঘাটে ভাইয়ের হাতে ভাই খুন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়