মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১ আহত ৩০
কানাইঘাটে একটি সরকারী গোপাটে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১জন নিহত ও উভয় পক্ষের ৩০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ৩নং দিঘীর পাড় পূর্ব ইউপির মানিকপুর ও ধনমাইর মাটি গ্রামের মধ্যে একটি সরকারী গোপাটের মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত রবিবার মানিক পুর গ্রামের লোকজন সকাল ১০টায় উক্ত বিরোধ পূর্ণ গোপাটে মাছ ধরতে যায়। এ খবর পেয়ে ধনমাইর মাটি গ্রামের লোকজন এসে মাছ ধরতে বাধাঁ দেয় এবং উক্ত সরকারী গোপাটটি তাদের গ্রামের অংশ বলে দাবী করে। এতে উভয় পরে মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে তুমুল সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় প ে৩০জন আহত হয়। আহতরা হলেন, করিম উদ্দিন (৩৫), জুনেদ আহমদ (১৫), রফিকুল হক (৭০), বাহারুল ইসলাম (৪০), আব্দুল মন্নান (৫০), বাবুল আহমদ (৩৩), আব্দুল লতিফ (৩৫), নিজাম উদ্দিন (৩৫), আব্দুল ওদুদ (২৮), আনিছুল হক (৫৩), আব্দুল মনাফ (১৮), বুরহান উদ্দিন (২০), আব্দুল বাছিত (২৫), কয়ছর (২৫), রবি নমঃ (৭০), আব্দুল হাফিজ (২৬), ফয়ছল আহমদ (২৩), আব্বাস উদ্দিন (১৬), কুতুব উদ্দিন (৫৫), ফখর উদ্দিন (৫৫), শফিক উদ্দিন (৪০), নজরুল (১৮), ছামস উদ্দিন (৪৫), আলী আহমদ (৫০), আব্দুল আজিজ (৩২) ও মাহবুব উদ্দিন (২৩)। খবর পেয়ে কানাইঘাট থানার এস.আই. হাবিবসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং স্থানীয় লোকদের সহায়তায় আহতদের কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করে। আহতদের মধ্যে ধনমাইর মাটি গ্রামের আব্দুল করিম, জুনেদ আহমদ এবং মানিকপুর গ্রামের কতুব উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিকেল ৪টায় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুবাই প্রবাসী আব্দুল করিম (৩৫) মৃতু্য বরণ করে। মৃতু্যর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করে। এ ঘটনায় মৃতের ভাই ধনমাইর মাটি গ্রামের ফয়েজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা (নং ২৫) ২৭/৩/১১) দায়ের করেন। মামলার এজহারভুক্ত মানিকপুর ও হিম্মতের মাটি গ্রামের ১১জন আসামীকে পুলিশ কানাইঘাট থানা স্বাস্থ্য কমপ্লেঙ্ ও উপজেলা সদর থেকে গ্রেফতার করে। এদিকে ঘটনার খবর পেয়ে সিলেট উত্তর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির সরেজমিন পরিদর্শন করে এলাকায় শান্তি শৃঙ্খলা রায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান খান জানিয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়