Wednesday, January 19

পৌর নির্বাচন

কানাইঘাটে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
পৌর নির্বাচনে সত, যোগ্য ও আদর্শবান ব্যক্তিকে নির্বাচিত করুন
সিলেটের জেলা প্রশাসক আবু সৈদয় মোহাম্মদ হাশিম বলেছেন, আসন্ন পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপে ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রশাসনের প থেকে শক্ত হাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ল্যে সরকার ও নির্বাচন কমিশনের প থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও নির্বাচন বিধি লঙ্ঘন করা হলে সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আগামী ১৮ জানুয়ারী অনুষ্ঠেয় কানাইঘাট পৌরসভা নির্বাচনে তিনি সকল মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও এজেন্টসহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ ভাবে নির্বাচন আচরণ বিধি মেনে চলার পাশাপাশি একটি সুন্দর সুষ্ঠু, অবাধ ও নিরপে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি প্রাথর্ীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সুন্দর আচরণ ও ব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করুন এবং ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা সৎ, যোগ্য ও আদর্শবান ব্যক্তিকে নির্বাচিত করুন। জেলা প্রশাসক গতকাল বেলা ১টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পৌরসভা নির্বচানে প্রতিদ্বন্ধীপ্রাথর্ী, বিভাগীয় কর্মকর্তা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আযমের পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রাণী দাস। এছাড়াও সকল প্রতিদ্বন্ধী প্রাথর্ী সূধীসমাজ, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম মুক্ত আলোচনায় প্রাথর্ী ও সূধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তিনজন মেয়র প্রাথর্ী ও বেশ কয়েকজন কাউন্সিলর প্রাথর্ী নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং কালো টাকা ও পেশীশক্তি রোধে নির্বাচনের দিন সেনাবাহীনি মোতায়েনের দাবী জানান। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শাখাওয়াত হোসেন কানাইঘাটকে 'শান্তির জনপদ' আখ্যায়িত করে বলেন, আপনাদের রাজনৈতিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা অত্যন্ত প্রশংসনীয়। কানাইঘাট পৌরসভা নির্বাচন যাতে সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপে ভাবে অনুষ্ঠিত হতে পারে সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, পৌর এলাকায় শান্তি শৃঙ্খলা রার জন্য নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আইন শৃঙ্খলা রাকারী বাহিনীর লোকজন সাদা পোশাকেও বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবে এবং প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসার মোতায়েন করা হবে। কোথাও নির্বাচন আচরণ বিধি লংঘনের সংবাদ পেলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করা্ হবে। এ ল্যে পুলিশ শতভাগ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। এর আগে জেলা প্রশাসক নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং ও পুলিং এজেন্টদের প্রশিণ সভায় মিলিত হন। সভা শেষে সকল মেয়র প্রাথর্ী মঞ্চে উঠে একে অন্যের মুষ্টিবদ্ধ হাত ধরে সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহারের শপথ গ্রহণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়