Wednesday, August 18

কানাইঘাটে শোকাবহ পরিবেশে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

ষ্টাফ রিপোর্ট:
কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় শোকাবহ পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধুর বণ্যাঢ্য জীবনের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউটিডিসি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহী আকন্দের সভাপতিত্বে এবং যুব উন্নয়নের ফিল্ড সুপারভাইজার শাহীন আহমদের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সিনিয়র সভাপতি রফিক আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহজাহান কবীর, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট থানার অফিস ইনচার্জ শফিকুর রহমান খান, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, সাংবাদিক এখলাছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন কর্তৃক চিত্রাংকন প্রতিযোগিতা এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানসহ ১৫ আগষ্টের কাল রাত্রিতে শাহাদাতবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের দীর্ঘায়ু কামনা করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে ,কানাইঘাট উপজেলার গাছবাড়ী জামি উল উলুম কামিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫ তম শাহাদত বার্যিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুস্টিত হয় । গভর্ণিং বর্র্ডির সভাপতি মোঃ ফজলে হকের সভাপতিত্বে সভায় বক্ষারা জাতির জনকের বর্ণাঢ্যজীবনের উপর আলোচনা করেন এবং তার পরিবার পরিজনের মর্মান্তিক মৃত্যুতে দুঃখ পকাশ করেন ।পরে পবিএ কুরআন খতম করে মুনাজাত করেন গাছবাড়ি জামি উল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুর রহিম ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়