Monday, December 15

অধ্যাপক পদে পদোন্নতিতে ডা. শাহ আলমকে কানাইঘাট গণশিক্ষার অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাক, কান ও গলা ইন্সটিটিউট (ইএনটি)-তে কর্মরত চিকিৎসক কানাইঘাটের স্থায়ী বাসিন্দা ডা. কাজী শাহ আলম সম্প্রতি সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন। জাতীয় পর্যায়ের একটি মেডিকেল প্রতিষ্ঠানের অধ্যাপক হওয়া খুবই সম্মানের বিষয়, যার জন্য প্রয়োজন গভীর জ্ঞান এবং মেডিকেল শিক্ষকতা ও চিকিৎসার প্রতি নিষ্ঠা।

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মনে করে, ডা. শাহ আলম ইএনটির অধ্যাপক হয়ে তিনি যেমন নিজেকে আরেক ধাপ উচ্চতায় আসীন করেছেন, তেমনি তাঁর এই পদোন্নতি কানাইঘাটের জন্য গর্ব ও আনন্দের। এজন্য তাঁকে অভিনন্দন জানিয়েছে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন।
সম্প্রতি অনুষ্ঠিত ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভায় কানাইঘাট সমিতি, ঢাকা- এর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কাজী শাহ আলমের প্রতি এই অভিনন্দন প্রস্তাব গৃহিত হয়। সংস্থার চেয়ারম্যান এহসানুল হক জসীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 'বিবিধ' আলোচ্যসূচির সময় অভিনন্দন প্রস্তাব উত্থাপিত হলে এর উপর আলোচনায় অংশ নেন কো-চেয়ারম্যান জাফর তালহা, সহ-সভাপতি আসাদুল আলম চৌধুরী ও আব্দুল কাদির ফারূক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল আলম, সহ-আপ্যায়ন সম্পাদক মতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য নাজমা আক্তার নাজু প্রমুখ।
আলোচনার উঠে আসে, অধ্যাপক শাহ আলম কানাইঘাটের গুণীজন। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি নিজেকে সামাজিক কাজেও সম্পৃক্ত রেখেছেন। অভিনন্দন জানানোর পাশাপাশি এই গুণী চিকিৎসকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। তাঁর আরো বেগবান অগ্রযাত্রা কামনা করে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন।
কানাইঘাট পৌরসভাধীন উত্তর গোবিন্দপুর গ্রামে অধ্যাপক শাহ আলমের জন্ম। ২০২১ সালে তিনি জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি অন্যত্র কর্মরত ছিলেন। পেশাগত জীবনে নাক, কান ও গলা রোগের চিকিৎসা ও জটিল সার্জারির ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দিয়ে আসছেন।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়