Wednesday, November 3

কানাইঘাট সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে প্রশাসনের বিশেষ সভা


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী এলাকায় কঠোর হস্তে  চোরাচালান প্রতিরোধ করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা বুধবার দুপুর ১২ টায় উপজেলা   মিলনায়তনে   অনুষ্ঠিত     হয়েছে।   

উপজেলা   নির্বাহী   কর্মকর্তা   সুমন্তব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়, বিজিবি কর্মকর্তা, থানা পুলিশ,জনপ্রতিনিধি,  সাংবাদিক, ব্যবসায়ী সমিতি ও পরিবহণ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে   নির্বাহী  কর্মকর্তা  সুমন্ত   ব্যানার্জী  ও   উপজেলা  সহকারী কমিশনানর (ভূমি) মুনমুৃন নাহার আশা বলেন, সুরইঘাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে মটরশুটি পাচার ও ভারত থেকে অবৈধ ভাবে চোরাকারবারী কর্তৃক মাদক দ্রব্য সহনাসির বিড়ি, ইয়াবা ইত্যাদি মালামাল যাতে করে আসতে না পারে এজন্য স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এখন থেকে প্রশাসন সীমান্ত এলাকায় সব ধরণের চোরাচালন প্রতিরোধে প্রয়োজনে চোরাকারবারী ও অবৈধভাবে যারা হাট বাজারে,বাসা বাড়িতে মটরশুটি গুদাম জাত করবে   তাদের বিরুদ্ধে আইন আনুগ ব্যাবস্থা মোবাইল কোর্ট সহ জেল জরিমানা করা হবে। 

এক্ষেত্রে বিজিপি ও থানা পুলিশকে আরো কঠোর   হতে   হবে।   

সীমান্ত   এলাকায়   মটরশুটি   পাচার   বন্ধে   টহল  জোরদারের   পাশাপাশিচেকপোস্ট   পরিচালনা   করতে   হবে।   

নির্বাহী   কর্মকর্তা   চোরাচালান   প্রতিরোধে প্রশাসনকে   সহযোগিতা  করার   জন্য   জনপ্রতিনিধি,   বাজার   ব্যবসায়ী   সমিতিরনেতৃবৃন্দ ও পরিবহণ সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, যাতে বাজারে মটরশুটি মজুদ, ভারতে পাচার এবং চোরাচালানের মালামাল পরিবহণে কোন ধরণের যানবাহন ব্যবহার না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখার আহবান করেন। চোরাচালান প্রতিরোধে   বিশেষ   এ   সভায়,   জনপ্রতিনিধি,   সাংবাদিক,   ব্যাবসায়ী   সমিতিরনেতৃবৃন্দ,  পরিবহণ   শ্রমিক   সংগঠনের  নেতৃবৃন্দ,   চোরাচালান   প্রতিরোধে প্রশাসনকে   সর্বাত্বক   সহযোগিতার   আশাস্ব   প্রদান   করেন।   

বাজারে   মটর শুটি মজুদকারী এবং কোন যানাবাহন চোরাচালানের মালামাল ও মটরশুটি বহন করলে তাদের তথ্য দিয়ে প্রশাসনকে তারা সহযোগিতা করবেন। 

সভায় সীমান্ত এলাকায় বেপরোয়া চোরাচালান প্রতিরোধে চিহ্নিত চোরাকারবারীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহণ করলে চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে অনেকেই অভিমত ব্যাক্ত করেন। 

বিশেষ এসভায়   উস্থিত   ছিলেন,   উপজেলা   পরিষদের   মহিলা   ভাইস  চেয়ারম্যান   খাদিজা   বেগম,লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাক্তার ফয়াজ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপিরচেয়ারম্যান   জেমস   লিও   ফারগুসন   নানকা,   বড়   চতুল   ইউপির   চেয়ারম্যান   মাও:   আবুলহোসাইন   চতুলী,   সুরইঘাট   বিজিবি   ক্যাম্পের   কোম্পানি   কামান্ডার   নজরুলইসলাম, আটগ্রাম বিজিবি ক্যাম্পের হাবিলদার মাজেদ আলী, কানাইঘাট থানারসেকেন্ড অফিসার রনজিত দাস, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন,   কানাইঘাট   বাজার   বণিক   সমিতির   সভাপতি   আলতাফ   হোসেন,   সাধারণসম্পাদক   আব্দুল   হেকিম   শামীম,   বীর   মুক্তিযোদ্ধা   আফতাব   উদ্দিন,   চতুল   বাজারব্যবসায়ী সমিতির   সাধারণ সম্পাদক  জাহেদুল ইসলাম  রুবেল, সুরইঘাট  বাজারব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, কানাইঘাট দক্ষিণ বাজারআটো   রিক্সা   শ্রমিক   ইউনিয়নের   সভাপতি   জুনেদ   হাসান   জীবান,   চতুল   বাজারসিএনজি স্ট্যান্ডের সভাপতি মো: আলমগীর, সাধারণ সম্পাদক সেলিমুর রহমান সহশ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।                   







শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়