Friday, November 1

কানাইঘাটে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে যুব দিবস উপলক্ষ্যে ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ কানাইঘাট উপজেলা শাখার উদ্যেগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এতে সংগঠনের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন আফতাব উদ্দিন, শাহাজাহান কবির, ফয়ছল আহমদ, আব্দুল করিম প্রমূখ।

এসময় প্রায় শতাধিক ন্যাশনাল সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের যুব সমাজের বেকারত্ব দুর করতে শেখ হাসিনা ২ বছরের জন্য ন্যাশনাল সার্ভিস কর্মসূচী চালু করেছিলেন। এতে তারা অনেক উপকৃত হয়েছেন। কিন্তু বর্তমানে এই কর্মসূচীর মেয়াদ শেষ হওয়ায় তারা আবারো বেকার হয়ে পড়েছেন। এতে তাদের বেকারত্বের কথা তুলে ধরে মানববন্ধনে বক্তব্য রাখেন। 

এসময় তারা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ঘরে ঘরে চাকরী প্রদানের প্রতিশ্রুতি পূর্ণ বাস্তবায়ন ও মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গঠিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচী’তে পুণরায় নিয়োগের দাি জানান।

কানাইঘাট নিউজ ডটকম/০১ নভেম্বর ২০১৯


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়