জমজমাট আয়োজনে আজ শেষ হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০১৯। মেলায় ভবিষ্যতের বাংলাদেশ দেখে প্রযুক্তিপ্রেমিরা আনন্দিত। ডিজিটাল পণ্য এবং তরুণ প্রজন্মের উদ্ভাবিত প্রযুক্তি দেখতে শুধু ঢাকা নয়, বিভিন্ন জেলা থেকেও এসেছেন দর্শনার্থীরা। প্রযুক্তিপ্রেমিদের মিলনমেলাতে রুপ নিয়েছে তথ্যপ্রযুক্তির এই বড় আসরটি।
আগ্রহ নিয়ে প্রযুক্তির এমন বড় আসরে এসেছে তাসলিম মিয়া। তিনি এমন আবিষ্কার আর উদ্ভাবনে অভিভূত। তিনি বলেন, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তা এই প্রদর্শনীতে না এলে কেউ বুঝতে পারবে না। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে যা হচ্ছে আসলে এটাই ভবিষ্যতের বাংলাদেশ। বাংলাদেশের প্রযুক্তিখাত এতো উন্নত হয়েছে তা চোখে না দেখতে বিশ্বাস হবে না। আর প্রদর্শনী জুড়ে মানুষের উৎসাহ-উদ্দীপনা দেখে ভালো লাগছে।
এ ছাড়াও ইলেকট্রনিক যন্ত্র নির্মাতা বাই-বিট লিমিটেড মেলায় এনেছে তাদের নতুন যন্ত্র পালস ইলেকট্রন ম্যাগনেটিক ফ্লিড। এটি ব্যথা দূর করার একটি যন্ত্র। বেল্টের মতো করে যন্ত্রটি বাঁধা থাকলে এটি শরীরের রক্ত চলাচল বাড়িয়ে দেয়। ফলে ব্যথা কমে যায়। ঘাড় ও কোমরের ব্যথা নিরসনে এটি কাজ করবে বলে নির্মাতারা জানিয়েছেন। এর দাম আট হাজার টাকা। মেলায় সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে এটি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ঐন্তিলা বিশ্বাস ও তার দল বানিয়েছেন লঞ্চ পর্যবেক্ষণের যন্ত্র।

সূত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়