নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের গোরকপুর গ্রাম থেকে শ্বশুড় বাড়ীর লোকজনের হাতে নির্যাতিত মাসুমা বেগম নামে এক সন্তানের জননীকে কানাইঘাট থানা পুলিশ উদ্ধার করেছে।
শুক্রবার(৯আগস্ট) বিকেল ৩টায় থানার এসআই আবু কাউছার মাসুমা বেগম কে স্বামীর বাড়ী থেকে উদ্ধার করেন।
অভিযোগে জানা যায়, চতুল মাদানীনগর গ্রামের প্রবাসী আব্দুল হান্নানের মেয়ে মাসুমা বেগম (২২) এর সাথে ৩ বছর আগে গোরকপুর গ্রামের আলী আহমদের ছেলে মৌলভী আলিম উদ্দিন (২৭) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী আলিম উদ্দিন তার ভাই নিজাম উদ্দিন ও বোন শিফা বেগম এবং পিতা আলী আহমদ ও তার স্ত্রী জয়নব বিবি মোটা অংকের যৌতুকের দাবীতে বিভিন্ন সময়ে এবং স্বর্ণালংকার জোর পূর্বক ভাবে নিয়ে যাওয়ার জন্য নানা ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। গত বুধবার মাসুমা বেগমের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার জন্য তারা সোকেশ ভেঙ্গে মাসুমার ঘরের কাপড়-চোপড় ছিড়ে ফেলে। স্বামী আলিম উদ্দিন এক্ষেত্রে সহযোগিতা করে এবং স্ত্রী মাসুমা বেগম কে মারধর করে ঘরে আটক করে রাখে।
এঘটনার খবর পেয়ে শুক্রবার মাসুমার মা রাজিয়া বেগম বাদী হয়ে থানায় আলিম উদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
তাৎক্ষনিক থানার নবাগত অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম অভিযোগ তদন্তের জন্য এসআই আবু কাউছার কে নির্দেশ প্রদান করলে তিনি মাসুমা বেগম কে স্বামীর বাড়ী থেকে উদ্ধার করেন।
বর্তমানে শারীরিক ভাবে নির্যাতিত মাসুমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কানাইঘাট নিউজ ডটকম/১০ আগস্ট ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়