Saturday, June 15

আমাশয় রোগে কামিনী...

কামিনী ফুল দেখতে যতটা সুন্দর এর সুগন্ধও তার থেকে অধিক। তবে অনেকেরই হয়তো এর ঔষধি গুণ সম্পর্কে জানা নেই। এর পাতা,মূল,ছাল নানা রকমের রোগ সারাতে ব্যবহার করা হয়। চলুন তবে দেখে নেয়া যাক এর কার্যকারিতাগুলো-

১. আমাশয় রোগ সারাতে কামিনী গাছ বেশ উপকারি। কামিনী গাছের মূলের ছাল  ৪ থেকে ৫ গ্রাম অথবা ডাল সাত গ্রাম দুই কাপ পানিতে সিদ্ধ করে আধকাপ পরিমাণ করে নামিয়ে ছেঁকে নিন। এবার সেই পানি প্রতিদিন ৩ থেকে ৪ বার খেতে হবে। দেখবেন দুই এক দিনের মধ্যেই আমাশয় কমে যাবে।
২. কাটা-ছেঁড়ায় কামিনী পাতার গুঁড়ো দিয়ে বেঁধে রাখলে ব্যথা হয়না। আবার রক্ত পড়াও বন্ধ হয়ে যায়।
৩. সর্দিতে-কামিনী পাতার মিহি গুঁড়ো নস্যি নিলে হাঁচি হয় এবং এর ফলে সর্দি বেরিয়ে যায়।  
৪. পরিশ্রম জনিত ব্যথায়-কামিনী গাছের পাতা বাঁটা দিয়ে মিনারেল তেল জ্বাল করে সেই তেল ব্যথায় জায়গায় মালিশ করলে ব্যথা সেরে যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়