Thursday, June 13

বিশ্বকাপ ফাইনাল নিয়ে গুগল প্রধানের ভবিষ্যদ্বাণী

ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে সপ্তাহ দুয়েক হলো। তবে এর উন্মাদনা শুরু হয়েছে আরো আগে থেকেই।

শিশু থেকে বয়োবৃদ্ধ কে মেতে নেই এ আসর নিয়ে? সবার মতোই বিশ্বকাপের রোমাঞ্চ থেকে নিজেকে বাইরে রাখতে পারলেন না গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।
এবারের আসরের ফাইনাল নিয়ে ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করে ফেললেন গুগলের এই কর্মকর্তা। তার মতে এবার ইংলিশরাই নাকি ফেবারিট! 
জন্মসূত্রে ভারতীয় হলেও কর্মসূত্রে সুন্দর পিচাই যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে এত দূরে বসেও ক্রিকেট সম্পর্কে সব খবরই রাখেন গুগলের এই কর্মকর্তা। খবর রাখেন নিজের দেশ ভারতের খেলারও।
এবারের বিশ্বকাপের ফাইনালে অন্যান্য অনেকের মতো ভারতকেই দেখছেন তিনি। আর প্রতিপক্ষ হিসেবে তার বাজি স্বাগতিক ইংল্যান্ডের পক্ষে।
বিশ্বকাপের ফাইনাল নিয়ে সুন্দর বলেন, ‘এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা হওয়া উচিত ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে। তবে আপনারা জানেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই দলই অনেক শক্ত প্রতিপক্ষ। ভারতের ভালো করার জন্য দারুণ একটি টুর্নামেন্ট এটি। কিন্তু এখানে অনেক ঝুঁকি আছে।’
দেখা যাক কতটা সত্য হয় গুগল প্রধানের প্রেডিকশন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়