Tuesday, May 21

ভোক্তা অধিকার আইনে কানাইঘাটে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: 
কানাইঘাটে ভোক্তা অধিকার আইনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) বেলা ১টায় কানাইঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয় সিলেট জেলার সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম মহামান্য হাইকোর্টের ৫২টি নিষিদ্ধ পণ্যের উপর অভিযান চালান। এ সময় কানাইঘাট উত্তর বাজারস্থ আফতাব ভেরাইটিজ স্টোরে নিষিদ্ধ ঘোষিত ৩শ কেজি মোল্লা লবন ও প্রায় ৩০ কেজি পচা খেজুর জব্দ এবং নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। রুবেল রেস্টুরেন্ট থেকে ৫ কেজি মোল্লা লবন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা, অপরিচ্ছন্নতার দায়ে ভাই ভাই মিষ্টি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা, মাংস বাজারে মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা ও পারভীন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কানাইঘাট বাজারের পশ্চিমে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট থানার এএসআই আবু সুফিয়ান প্রমুখ।
কানাইঘাট নিউজ ডটকম/২১মে ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়