Saturday, May 11

টিকটকের মতো ফিচার এনেছে ফেসবুক

কানাইঘাট নিউজ ডেস্ক:

টিকটকের মতো নতুন একটি ফিচার নিয়ে এসেছে ফেসবুক। মূলত জন্মদিন উদযাপন আরো মজাদার করতে স্টোরিজে এই ফিচার যুক্ত করেছে সোস্যাল মিড়িয়া জায়ান্টটি।

ফেসবুক এক বিবৃতিতে জানায়, নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের জন্মদিন উদযাপন করতে ডিজিটাল বার্থডে কার্ড, ছবি এবং ভিডিও যুক্ত করতে পারবেন। সেখানে চাইলে কোনো ব্যক্তি ছোট ছোট ভিডিও তৈরি করতে পারবেন। সে সঙ্গে মিউজিকও যুক্ত করতে পারবেন। এখন ফেসবুক স্টোরিজের অন্তত ৫০ কোটি ব্যবহাকারীর সবাই এই সুযোগ পাচ্ছেন।
ইতোমধ্যে ফিচারটি বিশ্বব্যাপী সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। টিকটকের মতো ভিডিও করে তা শেয়ারও করছেন অনেকেই। তবে এটি ব্যবহার করতে হলে ফেসবুকের দেখানো জন্মদিনের নোটিফিকেশনে ট্যাপ করতে হবে। তখন ফেসবুকের পক্ষ থেকে একটা জন্মদিনের শুভেচ্ছাও পাবেন ব্যবহারকারীরা। এমনকি ব্যবহারকারী চাইলে ‘হ্যাপি বার্থডে’ সাউন্ড ট্রাকের কোনো মিউজিকও যুক্ত করতে পারবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়