Monday, May 6

আবারো লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

কানাইঘাট নিউজ ডেস্ক:

গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা আবারো অবনতি হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। 

গুণী এ অভিনেতার অসুস্থতার বিষয়টি নিশ্চি করেছেন তার ছোট ভাই সালেহ জামান সেলিম।
তিনি জানান, অস্ত্রোপচারের পর সেরে উঠছিলেন তিনি। কিন্তু সকালে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা গেছে এবং ঠিক মতো অক্সিজেন নিতে পারছিলেন না। তার শরীরটা আবার খারাপের দিকে গেছে। পরে চিকিৎসকেরা দ্রুত তাকে লাইফ সাপোর্ট দেন। 
এ ব্যাপারে ডাক্তার জানায়, ২৪ ঘণ্টা তাকে লাইফ সাপোর্ট ছাড়া রাখা হবে। এ সময়ের মধ্যে যদি অবস্থার অবনতি না হয় তাহলে আর তাকে লাইফ সাপোর্টে নেওয়া লাগবে না। কিন্তু ২৪ ঘণ্টা না, প্রায় তিন দিন পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আবার লাইফ সাপোর্ট দেওয়া হলো।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল অসুস্থতার কারণে এই অভিনেতাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর আগে মলত্যাগজনিত সমস্যার কারণে ২৬ এপ্রিল রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়