Friday, October 26

স্বীকৃতি পেলেন কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদকে একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও মহানুভব পুলিশ অফিসার মূল্যায়ন করে স্বীকৃতি দিয়েছে ঐতিহ্যবাহী কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকবৃন্দ। থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ স্বেচ্ছা প্রণোদিত হয়ে স্কুলের অডিটোরিয়াম ভবনের সৌন্দর্য বর্ধন মূলক উন্নয়ন মূলক কর্মকান্ডে আর্থিক অনুদান প্রদান করেন। এবং স্কুলের মেধাবী শিক্ষার্থীদের উদ্দীপনা দিতে শিক্ষা মূলক অনুষ্ঠান সহ স্কুলের সার্বিক শিক্ষা কার্য্যক্রমে সব সময় সহযোগিতা প্রদান করায় আব্দুল আহাদকে একজন শিক্ষানুরাগী ও মহানুভব পুলিশ অফিসার হিসাবে মূল্যায়ন করে ম্যানেজিং কমিটির সভায় ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়। গত বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের হাতে সেই পত্র তোলে দেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন। তাজিম উদ্দিন জানিয়েছেন, পুলিশ প্রশাসন সহ সরকারের অন্যান্য বিভাগের কর্মকর্তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি যেখানে কর্মস্থলে থাকেন সেই এলাকার শিক্ষার উন্নয়ন ও সামাজিক  মূলক কর্মকান্ডে অনেকে অবদান রাখেন। থানার অফিসার ইনচার্জ সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রাখায় আমরা তাকে সেই সম্মান জানিয়েছি।  

কানাইঘাট নিউজ ডটকম/২৬ অক্টোবর ২০১৮


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক