Friday, October 26

কানাইঘাটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:
আগামী ৭ই নভেম্বর জাতীয় সমবায় দিবস-২০১৮ উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা সমবায় অফিসের উদ্যোগে বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে গত বৃহস্পতিবার বিকেল ২টায় এক প্রস্তুতি সভা সমবায় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান কানাইঘাটে বর্ণাঢ্য আয়োজনে পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমবায়ী নিজাম উদ্দিন, কানাইঘাট বাজার অগ্রগামী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক আব্দুন নূর, সানরাইজ বহুমুখী সমবায় সমিতির সভাপতি নাজিম উদ্দিন, দিগন্ত সমবায় সমিতির সভাপতি আলিম উদ্দিন,অরণ্য সমবায় সমিতির সম্পাদক শমসের আলম, বন্ধন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গনি, চতুল মৎস্যজীবী সমিতির সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক জিতেন্দ্র দাস, বিশিষ্ট সমবায়ী হেলাল আহমদ, তাজুল ইসলাম সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ। 

কানাইঘাট নিউজ ডটকম/২৬ অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক