Friday, October 26

যা যা আছে এমআই মিক্স থ্রি’তে

কানাইঘাট নিউজ ডেস্ক:
শাওমি আরও একটি হ্যান্ডসেট বাজারে নিয়ে এসেছে। বৃহস্পতিবার চীনে এক সংবাদ সম্মেলনে শাওমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেই জুন ‘এমআই মিক্স ৩’ মডেলের ওই হ্যান্ডসেটটির সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন।
শাওমি জানিয়েছে, নচবিহীন এই হ্যান্ডসেটটির ডিসপ্লে’র আকার ৬ দশমিক ৩৯ ইঞ্চি যার রেজুলেশন ২৩৪০×১০৮০ পিক্সেল। এটির স্ক্রিন টু বডি রেশিও ৯৩ দশমিক ৪ শতাংশ।
অ্যান্ড্রোয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের এই হ্যান্ডসেটে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এসডিএম৮৪৫। গ্রাফিক্স প্রোসেসিং ইউনিট (জিপিইউ) হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো ৬৩০।
৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের এই হ্যান্ডসেটে র‌্যাম ১০ জিবি। পেছনের দুটি ক্যামেরার প্রত্যেকটিই ১২ মেগাপিক্সলে করে। সামনের দুটি যথাক্রমে ২৪ ও দুই মেগাপিক্সেলের। ফার্স্ট চার্জিংয়ের এই হ্যান্ডসেটে ব্যাটারির ক্ষমতা ৩২০০ মিলি অ্যাম্পিয়ার।
চার রঙের এই হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ হাজার ৫০০ টাকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়