Friday, October 26

হঠাৎ মাটির নীচে তলিয়ে গেলেন ২ নারী (ভিডিও)

কানাইঘাট নিউজ ডেস্ক; ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রাস্তা ধসে মাটির নীচে তলিয়ে গেছেন দুই নারী। বুধবার দক্ষিণ-পূর্ব তুরস্কের অন্যতম বড় শহর দিয়ারবারিক নামক স্থানে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফুটপাতে হঠাৎ ধস নামায় এ দুর্ঘটনা ঘটে। ভূমিধসের পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। ভিডিওটিতে দেখা গেছে, বুধবার ঘড়িতে তখন বিকাল ৪টা। ফুটপাত দিয়ে হেঁটে আসছিলেন সুজন কুর্দ নামে একজন চিকিৎসক ও জেলম ডুয়েমার্জ নামে একজন নার্স। হঠাৎই ঘটে এমন ঘটনা। দুর্ঘটনার পরই দ্রুত ওই দুই নারীকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন স্থানীয়রা। তারা ওই দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে এ ঘটনায় সুস্থ রয়েছেন ওই দুই নারী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক