Thursday, October 25

কানাইঘাটে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক:
জলাতঙ্ক নিমূর্ল কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুর ১২টায় কানাইঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা  শেখ মোঃ শরফুদ্দীন নাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ৩নং দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর। জাতীয় জলাতঙ্ক নিমূর্ল কর্মসূচীর প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন এমডিভি কর্মসূচীর ডিজিএইচএস মোঃ খোরশেদ আহমদ, জুবায়ের হোসেইন। সভায় জানানো হয় আগামী ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কানাইঘাট উপজেলায় কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে। উক্ত কর্মসূচী বাস্তবায়নে জনপ্রতিনিধি, সচেতন মহল সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। 

কানাইঘাট নিউজ ডটকম/২৫ অক্টোবর ২০১৮





শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়