Tuesday, October 23

কানাইঘাটে শিক্ষার্থী উত্যক্তের জেরে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর পুত্র ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ কিবরিয়া (১২) কে রাস্তা-ঘাটে উত্যক্তের জের ধরে গত রবিবার রাত ৮টার দিকে স্থানীয় লোভার মুখ বাজারে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, চরিপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর পুত্র চরিপাড়া স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ কিবরিয়াকে প্রায়ই স্কুলে আসা-যাওয়ার সময় রাস্তা-ঘাটে একই প্রতিষ্ঠানের ৯ম শ্রেণির শিক্ষার্থী চরিপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র তারেক আহমদ (১৭) কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। গত ১৬ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে কিবরিয়া কে স্কুল সংলগ্ন রাস্তায় পেয়ে তারেক আহমদ ধারালো চাকু দিয়ে ভয় দেখিয়ে পার্শ্ববর্তী লেবু বাগানে নিয়ে বলাৎকারের চেষ্টা করলে কিবরিয়ার আত্মচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। এ ঘটনায় শিক্ষার্থী কিবরিয়ার চাচা আহমদ আলী বাদী হয়ে কানাইঘাট থানায় বলাৎকারের চেষ্টা সহ বিভিন্ন অভিযোগ এনে তারেক আহমদ আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের তদন্তের পর ২২ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমান্য লোকজন সামাজিক সালিশে বসে এঘটনার জন্য তারেক আহমদ কে শাস্তি প্রদান করেন। এ ঘটনার পর থেকে ক্ষিপ্ত হয়ে প্রায়ই ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কিবরিয়াকে ৯ম শ্রেণির শিক্ষার্থী তারেক আহমদ রাস্তা-ঘাটে নানা ভাবে উত্যক্ত করত। গত রবিবার রাত ৮টার দিকে লোভার মুখ বাজারে কিবরিয়ার চাচা রিয়াজ উদ্দিন, তারেকের পিতা সিরাজ উদ্দিন কে পেয়ে বিচার প্রার্থী হলে কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এক পক্ষের সিরাজ উদ্দিন তার পুত্র তারেক আহমদ, মজির উদ্দিন, জমির উদ্দিন, আবু তাহের জমির উদ্দিনের স্ত্রী ফাতারুন বেগম আহত হন। তাদের মধ্যে ৪জন কে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর পক্ষের কিবরিয়ার চাচা আনোয়ারুল হক, হারিছ উদ্দিন, রিয়াজ উদ্দিন, আলমাছ উদ্দিন আহত হয়েছেন। তাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে রবিবারে সংঘর্ষের ঘটনা নিয়ে একপক্ষ অপর পক্ষকে দোষারূপ করছে। থানায় সিরাজ উদ্দিন গংরা বাদী হয়ে রিয়াজ গংদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। অপর পক্ষ রিয়াজ গংরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এলাকার পরিস্থিত শান্ত রয়েছে বলে থানা পলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী এব্যাপারে পুরো ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। 


কানাইঘাট নিউজ ডটকম/২৩ অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়