Wednesday, February 21

কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটের সময় কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে কোন ধরনের আলোক সজ্জা ও বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না। দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে নানা শ্রেনীর পেশার মানুষ পুষ্পস্তবক করতে গিয়ে পুরো শহীদ মিনার অন্ধকারাচ্ছন্ন অবস্থায় দেখতে পেয়ে অনেকে স্থানীয় প্রশাসনের এ চরম উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন। প্রতি বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে শহীদ মিনার প্রাঙ্গন আলোক সজ্জা ও বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হতো। কিন্তু এবার তার ব্যতিক্রম হয়েছে। শুধু তাই নয় এক অন্ধকার অবস্থায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে করা নানা সংগঠনের পুষ্পস্তবক গুলো শ্রদ্ধা জানানোর দেড় ঘন্টার মধ্যে কে বা কারা শহীদ মিনারের বেধি থেকে নিয়ে যায় বলে স্থানীয় সচেতন মহল জানিয়েছেন। শহীদ মিনারে কোন ধরণের বৈদ্যুতিক বাতির ব্যবস্থা না করায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ দেখে বিব্রত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। তিনি বিষয়টি দেখবেন বলে জানান। এক পর্যায়ে দিবসের প্রথম প্রহরে মোবাইল ফোনের ফ্লাশ লাইট ও দু’টি গাড়ীর লাইটের আলোর মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক করেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও সরকারী কর্মকর্তা। একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক করেন কানাইঘাট থানা পুলিশের পক্ষে কানাইঘাট সার্কেলের এ.এস.পি আমিনুল ইসলাম সরকার, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ও অফিসারবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধ্যমিক শিক্ষক সমিতি, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিস, উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দসহ নানা শ্রেনী পেশার মানুষ।
এছাড়া দিবসের সূচনা লগ্নে একুশে ফেব্রুয়ারী সকালে প্রভাত ফেরির মাধ্যমে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারী, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমুহের ভবন ও বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়েল শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল ও শহীদ দিবস উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক ভাবে আলোচনা সভার আয়োজন করার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় কানাইঘাটে উদযাপিত হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়