Saturday, February 17

জুতার উজ্জ্বলতা বাড়াতে করণীয়

12_0.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
জুতা যেকোনো ব্র্যান্ড কিংবা উপাদানেরই হোক না কেন তাতে দাগ-ছোপ তো হবেই৷ ফলে কিছুদিনের মধ্যেই জুতাটি নিজের জৌলুস হারিয়ে বাতিলের তালিকায়৷ কিন্তু আর নয়৷

জেনে নিন জুতার উজ্জ্বলতা বাড়াতে করণীয়-

ভেসলিন ব্যবহার করুন:
যেকোনো কালো রঙের জুতার দাগ-ছোপ অপসারণ করার সেরা উপায় ভেসলিনের ব্যবহার৷ যেখানে দাগ হয়েছে সেখানে অল্প পরিমাণে ভেসলিন লাগিয়ে ঘষে নিন৷ যতক্ষন না দাগ-ছোপ দূর হচ্ছে ততক্ষণ ঘষুন৷ দেখবেন কিছুক্ষনেই দাগ গায়েব৷ অনেকটা ম্যাজিকের মতো৷ ফলে জুতা থাকবে নতুনের মতো৷

চামড়ার জুতায় হেয়ার কন্ডিশনার:
চামড়ার জুতায় পলিশ করার কোন দরকার নেই৷ হেয়ার কন্ডিশনারকে একটু অন্যভাবে ব্যবহার করুন৷ নরম কোনও কাপড়ে অল্প পরিমাণ হেয়ার কন্ডিশনার নিয়ে হালকা করে ঘষে নিন৷ এটি যেহেতু চামড়ার জুতা ফলে স্বাভাবিকভাবেই হাইড্রেশনের দরকার পড়ে৷ তাই হেয়ার কন্ডিশনার এক্ষেত্রে সেরা অপশন৷

স্নিকার থেকে দাগ দূর করুন:
পেনের কালি তোলার জন্য ম্যাজিক ইরেসার কিনতে পাওয়া যায়৷ তবে এই রাবারের আরেকটা ভূমিকা রয়েছে৷ আপনার প্রিয় স্নিকার থেকে দাগ-ছোপ তোলার ক্ষেত্রেও এই ইরেসারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ স্নিকারে কোনও দাগ হলে ইরেসার দিয়ে দাগ তুলে ফেলুন, ঠিক যেভাবে খাতা থেকে পেনের কালি তোলেন৷ এই টোটকায় জুতা থাকবে নতুনের মতো৷

সুয়েড জুতার ক্ষেত্রেও রাবার:
সুয়েড জুতার থেকে দাগ-ছোপ তোলার জন্য পেনসিল রাবার ব্যবহার করুন৷ তবে এক্ষেত্রে সাদা রাবার ব্যবহার করাই শ্রেয়৷ কোনও দাগ বা ধুলোবালির ওপর রাবার ঘষে নিন৷ সহজেই দাগ-ছোপ দূর হয়ে যাবে এবং প্রিয় জুতাটি বাতিলের খাতায় স্থান পাবে না৷

রাবার বুটের জন্য অলিভ অয়েল:
রাবারের বুটের ওপর ধুলো জমে সাদা দাগ হয়ে যায়, যা দেখতে অত্যন্ত খারাপ লাগে ফলে এই জুতাও বাতিল হয়ে যায়৷ সেক্ষেত্রে অল্প অলিভ অয়েল নিয়ে জুতায় ঘষুন৷ এই টোটকায় জুতাটি হারানো জৌলুস ফিরে পাবে খুব সহজেই৷

মাঝেমধ্যেই পালিশ করুন:
জুতা নোংরা হওয়ার অপেক্ষা করবেন না৷ বরং মাঝেমধ্যেই জুতা পালিশ করে নিন৷ সঠিক পরিচর্যা করলে জিনিস অনেকদিন টেকসই হয়৷ তাই নিজের প্রিয় জুতাকে মাঝেসাঝেই আলমারি থেকে বের করে তার যত্ন করুন৷

বাড়ি ফিরে ব্রাশ করুন:
সারাদিন আপনার থেকে বেশি ধুলোবালির সঙ্গে লড়াই করে আপনার জুতা৷ তাই বাড়ি ফিরে যতই ক্লান্ত লাগুক না কেন জুতাটি ব্রাশ করে নিতে ভুলবেন না৷ ব্যবহার করার পর ব্রাশ করে ধুলোবালি ঝেড়ে তারপর সেটি আলমারিতে তুলে রাখুন৷

বাইরে ফেলে রাখবেন না:
ঘরের মধ্যেও যথেষ্ট ধুলো রয়েছে৷ ফলে ঘরের মধ্যেও জুতা এমনি ফেলে রাখবেন না৷ তার চেয়ে বরং জুতাকে কাগজে মুড়িয়ে আলমারিতে তুলে রাখুন৷ এতে জুতার স্বাস্থ্য ভালো থাকবে৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়