Sunday, June 18

আইএসের শেষ ঘাঁটিতে ইরাকি বাহিনীর অভিযান

আইএসের শেষ ঘাঁটিতে ইরাকি বাহিনীর অভিযান

কানাইঘাট নিউজ ডেস্ক: চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শেষ ঘাঁটি মসুলের ওল্ড সিটিতে অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। পশ্চিম দিক থেকে একটি এবং দক্ষিণ দিক থেকে আরেকটি বিশেষ বাহিনী ওল্ড সিটির দখল নিতে এগুতে শুরু করেছে বলে ইরাকি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ওল্ড সিটিতে প্রায় এক লাখ বেসামরিক নাগরিক আটকা পড়েছে। চাইলে তারা ওই এলাকা ছেড়ে বের হয়ে যাতে পারে বলে ইরাকি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

গত দুই সপ্তাহে মসুলের পশ্চিমে ২৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে কেউ বিমান ও রকেট হামলায়, অন্যরা পালানোর চেষ্টার সময় আইএসের স্নাইপারদের গুলিতে নিহত হয়েছে।

ইরাকি বাহিনী বিবিসিকে জানিয়েছে, ওল্ড সিটিতে অবস্থানরত আইএসের যোদ্ধাসংখ্যা তারা জানেন না। যেসব বাসিন্দা শহর ছেড়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন, তারা জানিয়েছেন, শহরের অনেক বাসিন্দা খাদ্য ও পানীয় সংকটে ভুগছে।

মার্কিন সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে গত নয় মাস ধরে মসুল দখল করতে অভিযান চালাচ্ছে ইরাকি বাহিনী। গত অক্টোবরে শহরের পূর্বাংশ দখলে সক্ষম হয়েছে ইরাকি বাহিনী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়