Saturday, June 3

কানাইঘাটে সুরমা ডাইক ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে ! ডুবে যেতে পারে উপজেলা সদর


নিজাম উদ্দিন: শেষ পর্যন্ত কানাইঘাট পৌরসভার ডালাইচর ও গৌরিপুর সুরমা ডাইকের ভয়াবহ ভাঙ্গন রক্ষা করা গেল না। শনিবার ভোর রাতে ডালাইচর ও গৌরিপুর সুরমা ডাইকের বড় অংশ একেবারে ভেঙ্গে গিয়ে ডাইকের ভাঙ্গন কবলিত এলাকা দিয়ে তীব্র বেগে সুরমা নদীর পানি প্রবেশ করছে উপজেলা সদরের বিস্তৃর্ণ এলাকায়। সুরমা নদীর পানি আরো বেড়ে গেলে ভাঙ্গন কবলিত ডাইক দিয়ে তীব্র বেগে পানি প্রবেশ করে কানাইঘাট পৌর শহর, উপজেলা প্রশাসন, ডালাইচর, গৌরিপুর, কুওরঘড়ি, কান্দেবপুর, লক্ষীপ্রসাদ, বিষ্ণুপুর, রায়গড়, চাউরা সহ ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ও ৬নং সদর ইউপির বড় অংশ পানির নিচে তলিয়ে গিয়ে ফসল সহ মারাত্মক ক্ষয়ক্ষতির দেখা দিবে। জনগুরুত্বপূর্ণ ডালাইচর ও গৌরিপুর সুরমা ডাইকের ভাঙ্গন কবলিত এলাকা সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছিলেন। পরিদর্শনকালে ভাঙ্গন কবলিত সুরমা ডাইক দ্রুত মেরামত এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসক রাহাত আনোয়ার সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করলে পানি উন্নয়ন বোর্ড ডাইক রক্ষার জন্য প্রাথমিক ভাবে ১৫ লক্ষ টাকা বরাদ্দ করে। কিন্তু দেড় মাস পূর্বে ডালাইচর ও গৌরিপুর সুরমা ডাইকের বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙ্গন দেখা দেওয়ার পরও পানি উন্নয়ন বোর্ড বাঁধটি রক্ষার জন্য অদ্যবধি পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ না করায় শেষ পর্যন্ত ডাইকটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গিয়ে এলাকাজুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বাঁধটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসকের নির্দেশের পর কাজ শুরু করলে এমন ভয়াবহ ভাঙ্গনের সৃষ্টি হত না বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। তারা জানিয়েছেন, উক্ত ডাইকে ভয়াবহ ভাঙ্গন এলাকা দিয়ে তীব্র স্রোতের পানি প্রবাহিত হওয়ায় তারা বাড়ী ঘরে এক সময় থাকতে পারবেন না। ফসলও ফলাতে পারবেন না। এদিকে ডালাইচর ও গৌরিপুর সুরমা ডাইকের ভাঙ্গন কবলিত এলাকা দিয়ে পানি ঢুকে পড়েছে খবর পেয়ে শনিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম জানিয়েছেন, ডালাইচর, গৌরিপুর ও কান্দেবপুর সুরমা ডাইকের ভাঙ্গন কবলিত এলাকা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, খবর পেয়ে তাৎক্ষণিক ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয় ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়