Monday, June 26

কানাইঘাটে ঈদ জামাত কখন,কোথায়


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানেএ জামাতে কানাইঘাট উপজেলার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক মুসল্লী নামাজ আদায় করবেনএছাড়া কানাইঘাটের সবচেয়ে বড় ঈদের জামাত হবে ৫নং বড় চতুল ইউপির চতুল দগাহ বাজার শাহী ঈদগাহ ময়দানে এখানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবেপ্রতি বছর এ জামাতে প্রায় ৫ হাজার মুসল্লীদের সমাগম ঘটে থাকেএকই ইউপি চতুল বাজার দূর্গাপুর শাহী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবেপৌরসভায় অবস্থিত আব্দুর রব ক্বাসিমী মনসুরিয়া মাদরাসায় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবেকানাইঘাট বাজার জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবেএখানে ঈদের নামাজ শেষে দোয়া ও বয়ান করবেন কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ওলিকুল শিরমনী আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বড় বন্দ শাহী ঈদগাহ সকাল সাড়ে ৯টায়  ঈদের জামাত অনুষ্ঠিত হবে৯ নং রাজাগঞ্জ ইউপি মির্জারগড় শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিতম হবে ,৪নং সাতবাক ইউপি হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে সাড়ে ৮টায় এবং ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপি সছদ শাহী ঈদগাহে সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবেশেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়