Sunday, May 21

কানাইঘাটের আজিজুল হক চৌধুরী(বুম্বাই হাজী) আর নেই

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের আলহাজ্ব আজিজুল হক চৌধুরী ( বুম্বাই হাজী) আর নেই(ইন্না লিল্লাহি...রাজিউন)। রবিবার ৩:৪৫ মিনিটের সময় সিলেট নগরীর নুরজাহান হাসপাতালে  তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৩ বছর। আজিজুল হক চৌধুরী কানাইঘাট উপজেলার ঝিংগাবাডী্ গ্রামে (চরিগ্রামে) এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।  ছাত্রজীবন থেকে তিনি অত্যন্ত মেধাবী ও সৎচরিত্রের অধিকারী ছিলেন। লেখাপড়া শেষ করার পর তিনি হরিপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। সেখানে তার যোগ্যতা, দুরদর্শীতা ও বিচক্ষনতায় মুগ্ধ হয়ে হেমুর খাঁন সাহেব মরহুমের চাচা উপমহাদেশের প্রখ্যাত আলেমদ্বীন ঝিংগাবাডি্ মাদ্রাসার সাবেক সুপারইনটেনডেন্ট মরহুম হাফিজ মাওলানা আব্দুল আযিয চৌধুরীর কাছে প্রস্তাব করেন যে, তিনি মাষ্টার সাহেব কে তার ব্যবসা পরিচালনার জন্য বুম্বাই নিতে চান। খান সাহেবের প্রস্তাবে সম্মত হয়ে তিনি বুম্বাই চলে যান। তখন থেকে তিনি বুম্বাই হাজী নামে পরিচিত। কেউবা তাকে আজই হাজী, আবার কেউ তাকে আজিজ সেট ইত্যাদি নামে ডাকতেন। তিনি একজন দানবীর, মহৎপ্রান এবং প্রতিষ্টিত শিল্পপতি ছিলেন। দীর্ঘদিন তিনি স্ব-পরিবারে বুম্বাইতে বসবাস করেছেন। তার ব্যবসায়ীক সাফল্যের জন্য ভারত সরকার কর্তৃক তিনি বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। এখনও বুম্বাইতে অনেক বড় বড় ব্যবসা রয়েছে যা দেখভাল করছেন তার দুই পুত্র। বাংলাদেশে মৌলভী টি কোং সহ অসংখ্য লাভজনক ব্যবসা প্রতিষ্টান ছিল। তিনি একজন মহানুভব ব্যাক্তি ছিলেন। এলাকার কোন মানুষ তার কাছে সাহায্য চেয়ে খালি হাতে ফেরত যাননি। এলাকার কোন গরীব রোগী আসলে তিনি ডাক্তার দেখিয়ে নিজের গাড়িতে করে বাড়ীতে পৌঁছে দিতেন। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে তার অসমান্য অবদান রয়েছে। বিশেষ করে ঝিংগাবাডী্ উচ্চবিদ্যালয় এবং ঝিংগাবাডী্ মাদ্রাসা উল্লেখযোগ্য। ঐতিহ্যবাহী মাদ্রাসা যখন নদীগর্ভে বিলীন হয়ে গেল, তখন তিনি সর্বস্ব উজাড় করে এলাকাবসীর সহযোগীতায় নিজ জমির উপর স্থানান্তর করে বহুতল ভবন নির্মাণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। কানাইঘাটবাসী আজ এক জনদরদীকে হারাল। মধ্যপ্রাচ্যের অনেক দেশে তিনির আগর আতরের ব্যবসা ছিল। দুবাই, কাতার ও সৌদি রয়েল ফ্যামিলীর অনেক সদস্য ব্যবসায়ীক পার্টনার ছিলেন। বাংলাদেশে ৪ ছেলে, ৪ মেয়ে এবং বুম্বাইতে ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। প্রচার বিমুখ ছিলেন বিধায় নিজের নামে কোন দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেন নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়