Tuesday, February 7

কানাইঘাট উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সাতে তার কার্যালয়ে মঙ্গলবার বিকেল ৪টায় সৌজন্যে সাক্ষাৎ করেছেন কানাইঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এসময় নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। স্বাক্ষাৎকালে উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক চিত্র নবাগত কর্মকর্তা তাহসিনা বেগমের কাছে তুলে ধরেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল আহমদসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষকরা হচ্ছেন সমাজ পরিবর্তনের কারিগর। আর প্রাথমিক শিক্ষার মূল ভিত্তি হচ্ছে আপনাদের হাতে। তিনি বলেন, কানাইঘাটের একজন শিশুও যাতে করে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত না হয় এজন্য উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষথেকে আপনাদের সব ধরনের সহযোগীতা করা হবে। সময়মত শিক্ষকদের অবশ্যই বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। এর ব্যতয় ঘটলে কাউকে ছাড় দেয়া হবেনা। স্বাক্ষাতের সময় প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার উদ্দিন, কানাইঘাট সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সহসভাপতি আজিজুল হক, আব্দুল কাদির, ছয়েফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খলিল আহমদ, ভিবিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে আলমাছ উদ্দিন, ইকবাল আহমদ, আব্দুর রহিম, হেলাল আহমদ, বদরুল আলম, নুরুল আম্বিয়া, হাবিব আহমদ, আজিজুল হক, দয়াময় দাস, লুৎফুর রহমান, পংকজ চন্দ, নুরুল ইসলাম, সমসের আলম, আব্দুল করিম, ফাতেহা মাছরুরা জাসমিন, নাজিয়া খাতুন, হালিমা বেগম, মাসুক আহমদ, ফখর উদ্দিন, নজমুল ইসলাম, নুরুল ইসলাম, সাহাব উদ্দিন, মাহবুব আহমদ, মারিয়া খাতুন ও ইকবাল উদ্দিন প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়