Tuesday, December 27

ফিলিপাইনে টাইফুনের আঘাতে ৬ জনের মৃত্যু

ফিলিপাইনে টাইফুনের আঘাতে ৬ জনের মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক: ফিলিপাইনে টাইফুন নক টেনের আঘাতে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ হয়েছে ১৮ জন।

মঙ্গলবার সরকার এ কথা জানায়। এছাড়া ঝড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে কর্তৃপক্ষ তা নিরূপণের চেষ্টা করছে।

ঝড়টি প্রথমে ক্রিসমাস ডে’তে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে আঘাত হানে। এর প্রভাবে দেখা দেয়া বন্যায় রাস্তাঘাট ও কৃষিখামার তলিয়ে গেছে। ধ্বংস হয়েছে বেশকিছু বাড়িঘর।

এদিকে টাইফুনের কারণে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে উপকূলীয় প্রদেশ বাটানাগসে। এখানে এমভি স্ট্রেইট আটলান্টিক নামের একটি ফেরি ডুবে যায়। এতে একজনের প্রাণহানি ও ১৮ ক্রু নিখোঁজ হয়ে যায়।

স্থানীয় কর্মকর্তারা জানান, ঘন্টায় ২শ ৩৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুনের আঘাতে আরো পাঁচজন প্রাণ হারিয়েছে। ঝড়ের কারণে পূর্বাঞ্চলের অনেক প্রদেশ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি কখন স্বাভাবিক হবে সে সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছু জানাতে পারেনি।

ঝড়টির আঘাত হানার আশংকায় ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ থেকে আগেই সাড়ে চার লাখের মতো লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ৩শ ৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়