Tuesday, December 6

জয়ললিতার প্রয়াণে তামিলনাড়ুতে ৭ দিনের শোক

জয়ললিতার প্রয়াণে তামিলনাড়ুতে ৭ দিনের শোক

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়াণে সাত দিনের শোক ঘোষণা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। এনডিটিভি বলছে, এক ঘোষণায় রাজ্যের প্রধান সচিব পি রামা মোহানা রাও বলেন, শোক পালনের এই সাতদিন রাজ্যের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এই সময়ে কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার হবে না।

ঘোষণায় বলা হয়, “তামিলনাড়ু সরকার গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে, তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম ৫ ডিসেম্বর ২০১৬, সোমবার রাত ১১.৩০ মিনিটে মারা গেছেন। রাজ্য ৬.১২.১৬ থেকে সাতদিন শোক পালন করবে। এই সময়ে সকল সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারি কোনো বিনোদনমূলক অনুষ্ঠান এই সময়ে অনুষ্ঠিত হবে না।” রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে তিনদিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

প্রায় আড়াই মাসের লড়াই শেষ, গত সোমবার রাতে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। জয়ললিতার মৃত্যুতে ভারতের রাজনৈতিক মহল শোকস্তব্ধ। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রীসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ললিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়