কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের কবি সাহিত্যিক ও সংবাদিকদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৬/০৯/২০১৬ ইং শুক্রবার বিকাল ৪ টায় আটগ্রাম ইন্টারন্যাশনাল কিন্ডার গার্টেন এ সুবাস সাহিত্য পরিষদ সিলেট এর উদ্দ্যোগে ৫ম নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয় । সুবাস সাহিত্য পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কবির আল মাহমুদ এর সভাপতিত্বে মোঃ আল আমীন হক ময়নুল এর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এম এ রশীদ বাহাদুর । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুবাস সাহিত্য পরিষদ এর প্রতিষ্টাতা চেয়ারম্যান ও মাসিক সুবাস এর সম্পাদক ও প্রকাশক কবি ও কলামিস্ট সৈয়দ আছলাম হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবাস এর উপদেষ্টা ও আটগ্রাম ইন্টারন্যাশনাল কিন্ডার গার্টেন এর প্রিন্সিপাল কবি আবুল কালাম আজাদ,কানাইঘাট প্রেসক্লাব এর সদস্য বিশিষ্ট রম্য লেখক মাহবুবুর রশিদ , বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আবুল কালাম আজাদ , জকিগঞ্জ অন লাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক শিহাবুল হক পারভেজ , কানাইঘাট ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ শিহাব উদ্দিন , সুবাস সাহিত্য পরিষদ এর প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মোঃ সামছুল হক , সাংবাদিক মোঃ আব্দুল কাইয়ুম , সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ ফয়জুর রহমান আল ফয়ছল , ছাত্রনেতা বাবর হোসেন চোধুরী , আলোরছায়া সংকলনের সম্পাদক কবি রূহুল আমীন ছালিক , কবি ইয়াহইয়া , কবি সাদিক মানসুর । সাহিত্য আড্ডায় আলোচনা ও স্বরচিত লেখা পাঠ করেন মাহবুব এ রহমান , সাদিক , মোঃ দেলওয়ার হোসেন রিপন , আব্দুল লতিফ , ছমির উদ্দিন , মুজিবুর রহমান আসিফ প্রমূখ । প্রধান অতিথি এম এ রশীদ বাহাদুর বলেন ,” সমাজকে এগিয়ে নিয়ে যেতে কবি সাহিত্যিকরা অস্রকে নয় , কলমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে । আমি আশা করি আপনারা আপনাদের কলমী শক্তি দিয়ে অন্যায় ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়ান ।” প্রধান আলোচক সৈয়দ আছলাম হোসেন তার বক্তব্যে বলেন ,” এই মুহুর্তে হয়ত দেশের কোথাও এমন ও সিদ্ধান্ত হচ্ছে কিভাবে হত্যা, হামলা , বোমাবাজি ইত্যাদি করতে হবে , কিন্তু আমরা এখানে বসে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাল কাজের মাধ্যমে নবীনদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য সাহিত্য নিয়ে আলোচনা করছি । আমাদের যাত্রাপথে সকলের সহযোগিতা কামনা করছি । সভার শেষে বাংলাদেশ কবি সভা সিলেট জেলা শাখার সভাপতি কবি সিদ্দিক আহমদ টেলি কনফারেন্সের মাধ্যমে সকলের সাথে কুশল বিনিময় করেন ও উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন । আলোচনা সভায় বক্তারা আলোচনা ও কবিতা পাঠ ও তার উপর আলোচনা শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন ।(বিজ্ঞপ্তি)
Sunday, September 18
এ সম্পর্কিত আরও খবর
লেনিনের দিন কাম্য লেনিন দেখালো মুক্তির দিশালেনিন এনেছে সমতাকোথায় মুক্তি কোথায় সাম্যএখন শুধুই ক্ষমতা।তুমি দিয়েছিলে
শিখতে হলে জানতে হবে অবসর কাটানোর জন্য আপনি শিখতে পারেন গান, নাচ, আবৃত্তি, অভিনয়, দেখতে পারেন সিনেমা। যে প্রতিষ্ঠা
আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে, আম
এক সময়ে যৌনতার রাণী ছিলাম : তসলিমা নাসরিন কানিউজ ডেস্ক : নির্বাসিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, “এক সময় আমি ব্যক্তিত্ববানদের পে
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ম
জনপ্রতিনিধিদের জন্য ন্যূনতম গ্রাজুয়েটের পরামর্শ জনপ্রতিনিধি হতে চাইলে ন্যূনতম গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে বলে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিটি কর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়