Wednesday, July 27

পানির অপচয় রোধে ইসলাম


কানাইঘাট নিউজ ডেস্ক: পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীবন অচল। নাগরিক জীবনে পানি যে কতটুকু প্রয়োজনীয় জিনিস তা আমরা প্রতি মুহূর্তে টের পাই। আমাদের দেশে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে প্রায়ই সংকট দেখা দেয়। যারা পানির সংকটে ভুগেন তারা বুঝেন পানি যে কত প্রয়োজনীয় জিনিস। এজন্য ইসলাম নেয়ামত থাকতে তার কদর করতে বলেছে। দেড় হাজার বছর আগে ইসলামই প্রথম পানি অপচয় না করার কথা বলেছে। পানির অপচয়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলেও হাদিসে হুঁশিয়ারি রয়েছে। এমনকি কেউ নদীতে গোসল বা ওজু করার সময়ও পানির যেন অপচয় না হয় সে দিকে নজর রাখার তাগিদ করেছে ইসলাম। আজ বিভিন্ন প্রচার-প্রচারণার দ্বারা পানির অপচয় রোধ করার কৌশল অবলম্বন করা হয়। অথচ ইসলামের নির্দেশনা মোতাবেক চললে কেউ পানির অপচয় করতে পারে না। পানির যে সংকট সবই অপচয়ে কারণে। এ ব্যাপারে এখনই সবাই সচেতন না হলে সামনে পানির আরও ভয়াবহ সংকট দেখা দেবে বলে আভাস দিয়েছেন বিজ্ঞানীরা। কথিত আছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানির জন্য। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) একসময় হজরত সাদ (রা.) এর কাছে দিয়ে অতিক্রম করছিলেন। সাদ (রা.) তখন ওজু করছিলেন। রাসুল (সা.) বললেন, 'পানি অপব্যয় করছ কেন?' সাদ (রা.) বললেন, ওজুতেও কি অপব্যয় হয়? রাসুল (সা.) বললেন, ‘প্রবহমান নদীতেও যদি তুমি ওজু কর, তবুও অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না।' (মুসনাদ আহমাদ) আমাদের দেশ নদীমাতৃক। এজন্য পানির সংকট তুলনামূলক কম। নাগরিক জীবনে পানির কিছুটা সংকট হলেও গ্রামীণ জীবনে পানির তেমন সংকট নেই। এজন্য পানি ব্যবহারে আমাদের মধ্যে অপচয়টা বেশি লক্ষ্য করা যায়। আমরা যখন মসজিদে ওজু করতে বসি তখন পানির টেপ ছেড়ে দীর্ঘ সময় লাগিয়ে ওজু করি। এতে পানির প্রচুর অপচয় হয়। হাদিসের ভাষ্য থেকে জানা যায়, তৎকালীন আরবে পানির প্রকট সংকট ছিল। এজন্য রাসুল (সা.) মেপে মেপে পানি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। ওজু-গোসলের জন্য কতটুকু পানি ব্যবহার করবে এর নির্দেশনাও হাদিসে রয়েছে। আমরা ইসলামের নির্দেশনা অনুযায়ী পানি ব্যবহারে অপচয় থেকে বেঁচে থাকলে আশা করা যায় এই সংকটে আমাদের পড়তে হবে না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়