Tuesday, October 13

জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতির মৃত্যুতে সেলিম উদ্দিন এমপির শোকপ্রকাশ


সিলেট, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫ :: সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এবং সমাজসেবী শিক্ষানুরাগী মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন এমপি। এক শোক বার্তায় বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, মাহবুবুর রহমান ছিলেন জাতীয় পার্টির একজন একনিষ্ট কর্মী। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন এরশাদ প্রেমিককে হারালো। তার মৃতুতে জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়। তিনি শোক সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য যে- মাহবুবুর রহমান মঙ্গলবার সন্ধা ৭টায় ইন্তেকাল করেন। মরহুমের ১ম জানাযা সকাল ১০টায় জকিগঞ্জ কাজলসার ইউনিয়নের জামুরাইল ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবে এবং ২য় জানাযা বাদ জোহর সিলেট শাহপরান (রহ.) মাজার প্রঙ্গনে অনুষ্টিত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়