Tuesday, October 13

শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে কানাইঘাটে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মত বিনিমিয় সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় পুলিশ, বিজিবি ও আনসার বিডিবির কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় শান্তি পূর্ণ উৎসব মুখর পরিবেশে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আবদ্ধের মাধ্যমে শারদীয় দূর্র্গা পূজা সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। কানাইঘাটে যুগ যুগ ধরে অত্যন্ত ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে শারদীয় দূর্গা পূজা সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপিত হচ্ছে বলে পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ জানান। সভায় বক্তব্য রাখেন, সিলেট উত্তর সার্কেলের এএসপি ধীরেন্দ্র মহাপাত্র, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মাস্টার সুদীপ্ত কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দূর্গা কুমার দাস, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ডাক্তার মানিক মিয়া, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, পূজা উদ্যাপন পরিষদের নেতা বানু লাল দাস, শ্রী রিংকু চক্রবর্তী, ভজন লাল দাস প্রমুখ। সভায় দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা সহ একাধিক ট্রাইকিং ফোর্স উপজেলায় ৩৩টি পূজা মন্ডপে নিয়োজিত থাকবে বলে উত্তর সার্কেলের এএসপি ধীরেন্দ্র মহাপাত্র জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়