Tuesday, September 15

কানাইঘাটে সরকারি খাস জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ ॥ আহত ২০


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির আন্দুর মুখ বাজারে সরকারী খাস ভূমি জবর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নুর উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে দিঘীরপাড় পূর্ব ইউপির খুলুরমাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দুর মুখ বাজারের সুরমা নদীর পাশে চর বেষ্টিত প্রায় ১ একর সরকারী জমি জবর দখল করার জন্য সম্প্রতি খুলুর মাটি গ্রামের একই গোষ্ঠীর হাজী আব্দুস সুবহান ও আতাউর রহমান ওরফে আতাইয়ের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষ সরকারী জমির একটি অংশে দখল করার জন্য টিনসেটের দোকান নির্মাণ করে চা-স্টলের ব্যবসা শুরু করে। এর জের ধরে এলাকায় ঘোষণা দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খুলুর মাটি গ্রামের মধ্যখানে হাজী আব্দুস সুবহান ও আতাউর রহমান পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২০ মিনিটের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর অবস্থায় একই গ্রামের মৃত রফিকুল হকের পুত্র নুর উদ্দিনকে ওসমানী হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আহতদের মধ্যে একই গ্রামের আব্দুস সুবহানের পুত্র আব্দুল বাছিত (২৩) ও সহোদর আব্দুল কাদিরকে(২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির কানাইঘাটর নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে খুলুরমাটি গ্রামের আব্দুন নুরের পুত্র সুলতান আহমদ (৩০), একই গ্রামের ফারুক আহমদ (৪৫) ও সুয়েবুর রহমানকে আটক করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তশেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়