Friday, August 28

কানাইঘাট থেকে ভারতীয় খাসিয়া পানের চালান উদ্ধার


কানাইঘাট নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৮০ বিড়া ভারতীয় খাসিয়া পানের চালান আাটক করেছে। উপজেলার সীমান্ত এলাকায় সুরাইঘাট এলাকার অভিযান চালানো হয়। শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪১ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সিলেটের কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র বিজিবি’র সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাতে চতুল গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় চতুল গ্রাম মাঠ থেকে ২৪০ বিড়া ভারতীয় খাসিয়া পান উদ্ধার করে। জব্দকৃত পানের সিজার মূল্য ৬ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র নায়েক এনামুল হক । সুরাইঘাট বিওপি’র বিজিবি’র সদস্যরা বড়গন্ড এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে অপর এক অভিযান চালায়। অভিযানকালে বড়গন্ড এলাকায় রাস্তার উপর মালিকবিহীন অবস্থায় ১৪০ বিড়া ভারতীয় খাসিয়া পান উদ্ধার করে। জব্দকৃত পানের সিজার মূল্য ৩ হাজার ৫০০ টাকা। অভিযানে নেতৃত্ব দেন কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র হাবিলদার মুসলেম আলী ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়