Friday, July 24

কানাইঘাট থেকে ৪৬ কোটি টাকার সাপের বিষসহ আটক ৭


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলার রাউতগ্রাম থেকে ৪৬ কোটি টাকা মূল্যেও ১২ পাউন্ড (সিল্ড বাক্স) কোবরা সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। উদ্ধার করা হয়েছে একটি রিভলবার, চার রাউন্ড গুলি ও একটি প্রাইভেট কার। আর এ সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে ৭ জনকে। ওই ঘটন মৃত হাবিবুর রহমানের পুত্র সিফাতুর রহমান (৫৬) ছাড়াও আটক অন্য আসামীরা হচ্ছে-ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার কসবা শাহাপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র নজরুল আলম নান্নু (৫০), সিলেট নগরীর খাসদবীর বন্ধন সি/৩০ নম্বর বাসার মৃত আরজুমান আলীর পুত্র মোঃ আবু হাছান (৬২), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রামপাশা গ্রামের মৃত সিরাজুর ইসলামের পুত্র, প্রাইভেট কার চালক শহীদুল ইসলাম অনুজ (৩৪), সিলেট নগরীর ফাজিলচিশত প্রান্তিক ৯ নম্বর বাসার মৃত সোলাইমান খানের পুত্র মো: আব্দুল মালিক (৬০), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাদেকপুর গ্রামের মৃত খন্দকার কলিম উল্লাহর পুত্র খন্দকার আব্দুল ওয়াহিদ (৬০) এবং বালাগঞ্জ উপজেলার মোবারকপুর গ্রামের মৃত ওমেশ চন্দ্র আচার্য্যের পুত্র মতিলাল আচার্য্য (৬০)। র‌্যাবের মিডিয়া অফিসার পংকজ কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯(স্পেশাল কোম্পানী) এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সাপের বিষ উদ্ধার করে। উদ্ধার করা বিষের আনুমানিক মূল্য ৪৬ কোটি টাকা বলে জানানো হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাউতগ্রামের সিফাতুর রহমানের বাড়ি থেকে সাপের এ বিষ উদ্ধার করা হয়। আটক আসামীদের র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়