Wednesday, June 10

দিল্লিতে নতুন আইনমন্ত্রী নিয়োগ


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: ভারতের রাজধানী দিল্লির নতুন আইনমন্ত্রী হতে যাচ্ছেন শহরটির পানি উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান কপিল মিশ্র। আজ বুধবার রাজ্যটির নতুন আইনমন্ত্রী পদের জন্য তার নাম ঘোষিত হয়েছে। শিক্ষাগত ডিগ্রি জালের ঘটনায় গতকাল গ্রেফতার ও পরবর্তীতে পদত্যাগ করেন সাবেক আইনমন্ত্রী আম আদমি পার্টির নেতা জিতেন্দর সিং তোমর। দিল্লির বার কাউন্সিলের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ গতকাল মঙ্গলবার তোমরকে গ্রেফতার করে। এর পরই একই দিন সন্ধ্যায় তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। সংবাদ সংস্থা পিটিআইকে কপিল মিশ্র বলেন, ‘অরবিন্দ জির (কেজরিওয়াল) সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে এবং নতুন আইনমন্ত্রী নিয়োগের বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে।’ দিল্লির রাজ্যসভায় প্রথমবারের মতো সংসদ নির্বাচিত হয়েছেন অমিত মিশ্র। চলতি বছরের ফ্রেব্রুয়ারিতে দিল্লির রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচনে মনোয়নপত্র জমা দেওয়ার সময় জিতেন্দ্র শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র জমা দিয়েছিলেন সেগুলি জাল ছিল অভিযোগ। মনোনয়নপত্রে তোমর দাবি করেছিলেন, তিনি কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়