তথ্য প্রযুক্তি ডেস্ক:
অনলাইনের বিশাল জগতে ছড়িয়ে আছে নানা তথ্য। বিশাল এ তথ্যভাণ্ডারকে মুদ্রণ করলে কেমন হয়? কাগজে প্রিন্ট করা হলে কত পৃষ্ঠা লাগবে? এমন সব প্রশ্নের জবাব দিয়েছেন প্রযুক্তি গবেষকরা। এক ব্রিটিশ গবেষক সম্প্রতি জানিয়েছেন, ইন্টারনেট তথ্যভাণ্ডারকে কাগজে প্রিন্ট করলে ১৩ হাজার ৬০০ কোটি পৃষ্ঠার প্রয়োজন হবে। এ পরিমাণ কাগজ তৈরি করতে লাগবে ১ কোটি ৬০ লাখ গাছ! সম্প্রতি যুক্তরাষ্ট্রের লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জর্জ হারউড ও ইভানগেলিন ওয়াকার উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণকে কাগজে প্রিন্ট করেন। ১০টি প্রবন্ধকে প্রিন্ট করতে গড়ে ১৪ পৃষ্ঠা করে লাগে। সর্বশেষ হিসাব মতে, উইকিপিডিয়ায় প্রবন্ধ আছে প্রায় ৪৭ লাখ ২৩ হাজার ৯৯১টি। এর মধ্যে গবেষকরা ইন্টারনেটে থাকা মোট ওয়েব পেজের সংখ্যা বের করেন। আনুমানিকভাবে এ সংখ্যা সাড়ে চারশ কোটি। উইকিপিডিয়ার ৭ কোটি ৮ লাখ ৫৯ হাজার ৮৬৫টি পৃষ্ঠাকে ৫০০ দিয়ে ভাগ দিয়ে তারা উইকিপিডিয়া মুদ্রণে কত সংখ্যক রিম লাগবে, তার সংখ্যা বের করেন। হিসাব অনুযায়ী, উইকিপিডিয়া মুদ্রণে প্রয়োজন হবে ১ লাখ ৪১ হাজার ৭২০ রিম কাগজের। একটি গাছ থেকে ১৭ রিম কাগজ তৈরি হয়। এ হিসাবে উইকিপিডিয়া মুদ্রণে প্রয়োজন ৮ হাজার ৩৩৭টি গাছ। আর মোট ইন্টারনেট মুদ্রণে প্রয়োজনীয় ১ কোটি ৬০ লাখ গাছ।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
ফিচার

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়