কানাইঘাট নিউজ ডেস্ক:
লক্ষ্য যত পালাবে, ততই তাড়া করবে। যেখানেই লুকিয়ে পড়ুক, পিছু ছাড়বে না। ওখানেই মারবে। এমনই আশ্চর্য বুলেটটি তৈরি করে ফেলল আমেরিকা। সম্প্রতি এই বুলেটের সফল পরীক্ষা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। টার্গেটকে ধাওয়া করে আক্রমণ করতে পারবে বুলেটটি। গত কয়েক দশক ধরেই স্বয়ংক্রিয় বুলেটের ওপর গবেষণা চালাচ্ছিলেন মার্কিন বিজ্ঞানীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এই বুলেট অনেকটা ড্রোনের মতো। নিজেই নিজেকে চালিয়ে যাবে। একবার ট্রিগার টিপলে টার্গেট যেখানে যাবে, বুলেট তাকে সেখানেই ধাওয়া করবে, যতক্ষণ না আক্রমণ সমাপ্ত হচ্ছে। মার্কিন সরকারের এ প্রকল্পটির নাম এক্সট্রিম অ্যাকিউরেসি টাস্ক্ড অর্ডন্যান্স ওয়েপন বা Exacto। ০.৫০ ক্যালিবার আয়তনের এই স্বংয়ক্রিয় বুলেট অস্ত্র বিজ্ঞানের নতুন দিগন্ত খুলে দিল বলেই দাবি মার্কিন মিলিটারি গবেষণা কেন্দ্রের। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
খবর বিভাগঃ
ফিচার

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়