ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন অসুস্থ থাকায় তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম স্থগিত করেছে ভারত পুলিশ। সুস্থতার ডাক্তারি সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত তাকে আদালতে হাজির করা হবে না বলে জানা গেছে।
শনিবার সালাহ উদ্দিনকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু অসুস্থতার জন্য তাকে আদালতে হাজির করতে পারেনি মেঘালয় পুলিশ। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কার্যক্রমও স্থগিত করেছে দেশটির পুলিশ।
হৃদযন্ত্র ও কিডনি পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে তার চিকিৎসা চলছে মেঘালয়ের শিলংয়ের সিভিক হাসপাতালে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ইস্ট খাশী হিলস জেলার এসপি এম খারক্র্যাং গণমাধ্যমকে জানিয়েছেন, এখন তার শারীরিক অবস্থার ওপর সবকিছু নির্ভর করছে। চিকিৎসকরা ‘ফিট’ বলার পরই তাকে আদালতে তুলবে পুলিশ এবং তদন্তও তারপর শুরু করা হবে। সালাহ উদ্দিন আহমদের সুস্থ হতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
এদিকে শিলংয়ে যাওয়া বিএনপি নেতা আব্দুল লতিফ জনি টেলিফোনে বলেছেন, সালাহ উদ্দিন আহমেদ ‘কিডনি জটিলতার কারণে তীব্র ব্যথা’ অনুভব করছেন এবং তিনি শুক্রবার সারা রাত ঘুমোতে পারেননি। এর চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যেতে চান।
জনি জানান, সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের সোমবার শিলংয়ে পৌঁছানোর একটি সম্ভাবনা আছে এবং তারপর মামলা পরিচালনার জন্য একজন জ্যেষ্ঠ আইনজীবী ঠিক করা হতে পারে।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়