নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কুওরঘড়ি গ্রামের ছইদ আহমদের বাড়ী থেকে গত বৃহস্পতিবার রাতে বিরল প্রজাতির একটি ভাল্লুক শাবক আটক করা হয়। বাড়ির মালিক ছইদ আহমদ কানাইঘাট নিউজকে জানান,রাতে তার বসত ঘরে এ ভাল্লুক শাবকটি ঢুকার চেষ্টা করলে বাড়ীর লোকজনের সহায়তায় শাবকটিকে আটক করেন। পরবর্তীতে ভাল্লুক শাবকটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া'র কার্যালয়ে শুক্রবার নিয়ে আসা হলে তিনি ছইদ আহমদকে ভাল্লুক ধরে জীবন্ত অবস্থায় তার কাছে হস্তান্তর করায় নগদ ২ হাজার টাকা পুরষ্কার দেন। এর পর ভাল্লুকটি সিলেটের যে কোন সাফারি পার্কে ছেড়ে দেওয়ার জন্য উপজেলা বিট কর্মকর্তার কাছে তুলে দেন নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়