নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বাজারে গত বৃহস্পতিবার একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির একদিন পর গত শুক্রবার গভীর রাতে আরো একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা উত্তর বাজারে অবস্থিত তিজারা ক্রোকারীজের দোকানের ছাদের টিন অভিনব পন্থায় কেঁটে ভিতরে ঢুকে ক্যাশের তালা ভেঙ্গে নগদ ১৭ হাজার ৭ শত টাকা নিয়ে গেছে বলে দোকানের মালিক শরীফ আহমদ জানিয়েছেন। অপরদিকে গত শুক্রবার গভীর রাতে উপজেলার বড়দেশ উত্তর গ্রামের আফতাব উদ্দিনের বসত ঘরের একটি কক্ষে তালা ভেঙ্গে তার কলেজ পড়ুয়া পুত্র নাহিদ হাসানের একটি ১লক্ষ ৮০হাজার টাকা মূল্যের পালসার ব্লু কালার ১৫০ সি.সি মোটর সাইকেল চুরেরা চুরি করে নিয়ে গেছে। মোটর সাইকেলটির ইঞ্জিন নং- ১৩১৩৭, চেসিস নং- ০৪৬০৬। মোটর সাইকেলের মালিক নাহিদ হাসান জানিয়েছেন, চুরি হওয়া মোটর সাইকেলটি কেউ সন্ধান দিলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এদিকে কানাইঘাট বাজারে একের পর এক চুরির ঘটনার পাশাপাশি সম্প্রতি গত ২ মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে অন্তত ৩টি অটোরিক্সা সিএনজি গাড়ী চুরি হয়েছে। এতসব চুরির ঘটনার পরও পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার কিংবা চোরাইকৃত জিনিসপত্র উদ্ধার করতে পারেনি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়