Friday, April 17

ডাবের পানির উপকারিতা


কানাইঘাট নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও রূপচর্চায় ডাবের পানির উপকারিতা রয়েছে অনেক। তাই গ্রীষ্মের এ সময়ে নিয়মিত পান করতে পারেন ডাবের পানি। পাশাপাশি ডাবের পানি ব্যবহার করতে পারেন রূপচর্চায়ও। নিয়ন্ত্রণ করে রক্তচাপ : ডাবের পানির প্রাকৃতিক পুষ্টিগুণ শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হৃদঝুঁকি কমায়। পাশাপাশি অন্যান্য কার্ডিওভাসকুলার বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। এছাড়া ডাবের পানি শরীরের ভেতরে অতিরিক্ত সুগার লেভেলকে নিয়ন্ত্রণ রাখে। সাহায্য করে ওজন কমাতে : শরীরের ওজন কমাতেও ডাবের পানি কাজ করে। তাই আপনার ডায়েট চার্টে রাখতে পারেন ডাবের পানি। রোগ প্রতিরোধে সহায়তা : ডাবের পানিতে আছে প্রচুর পরিমাণে রিবোফ্লেবিন, নিয়াসিন, থায়ামিন পেরিডক্সিসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। এছাড়া ডাবের পানিতে অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টি ব্যকটেরিয়াল উপাদান আছে। যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে এবং বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। গর্ভবতী নারীর জন্য উপকারী : গর্ভবতী নারীদের চিকিৎসকরা প্রায়ই ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন, কারণ এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, হার্টের সমস্যা নিরসন করে এবং হজম ক্রিয়ায় সহায়তা করে। দূর করে কিডনির সমস্যা : ডাবের পানিতে থাকা মিনারেল, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম কিডনির বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া এ পানি মূত্রবর্ধক হিসেবে কাজ করে। ফলে ইউরিনের কোনো সমস্যা হতে দেয় না। রূপচর্চায় কার্যকর : ডাবের পানি ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকের বিভিন্ন ব্রণ সমস্যা, মেছতা বা অন্যান্য যেকোনো সমস্যায় ডাবের পানি অনেক উপকারী। এটি মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনে, পাশাপাশি তারুণ্য বজায় রাখে। এছাড়া হাত এবং নখের যত্নেও ডাবের পানি বেশ উপকারী। -

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়