Wednesday, February 18

“পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে না”


কানাইঘাট নিউজ ডেস্ক: সৌদি আরবের এক ধর্মতাত্ত্বিক বলেছেন, পৃথিবী নাকি স্থির এবং এমনকি তা সূর্যের চারপাশেও ঘুরছে না। আরটি ডটকম নামের একটি ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিওতে শেখ বন্দর আল খায়বারি নামের ওই ধর্মতাত্ত্বিককে নিজের তত্ত্বের পক্ষে অদ্ভুত ব্যাখ্যা-বিশ্লেষণ দিতেও দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, তিনি দর্শকদের উদ্দেশ্যে বলছেন, আমরা এখন কোথায়? আমরা এখন বিমানে চড়ে চীনে যাওয়ার জন্য শারজাহ বিমান বন্দরে যাচ্ছি, ঠিক আছে? এরপর একটি মুখবন্ধ পানির কাপ হাতে নিয়ে তিনি বলেন, আমার দিকে মনোযোগ দিন, ধরুন এটা হচ্ছে পৃথীবি। এর এক জায়গায় শারজা আরেক জায়গায় চীন। এটি ঘুরছে মানে ওই দুটি জায়গাও ঘুরছে, এই বলে তিনি কাপটি ঘোরাতে থাকেন। এরপর তিনি বলেন, আমাদের বিমানটি যদি শারজা থেকে উড়াল দেয়ার পর মাঝ পথে আকাশে আটকে যায় তাহলে চীন এর দিকে এগিয়ে আসবে যদি পৃথিবী এদিকে ঘুরে থাকে। আর পৃথীবি যদি অন্যদিকে ঘোরে তাহলে আমাদের বিমানটি কোনোদিনই চীনে পৌঁছাবে না। কারণ পৃথীবির সঙ্গে চীনও ঘুরছে। শেখ বন্দর আল খায়বারি নামের ওই ধর্মতাত্বিকের এই হতবুদ্ধিকর যুক্তি প্রদর্শনের ধরণ দেখে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে চরম উন্মাদনাময় তর্ক-বিতর্কের ঝড় উঠেছে। একজন লিখেছেন, তালেবানরা এটা পছন্দ করবে। জ্ঞানের রাজ্যের যেমন কোনো সীমা নেই, তেমনি মূর্খতারও কোনো সীমা নেই। ওসমান জাফর নামের একজন লিখেছেন, এবার আমি বুঝতে পারছি কেন সৌদি আরবের নারীদের গাড়ি চালাতে দেয়া হয় না! কারণ তারাতো কোনো এক জায়গায় লাফিয়ে পড়ে বসে থাকলেই চলবে! মার্কেটই ঘুরতে ঘুরতে তাদের কাছে চলে আসবে!

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়