Thursday, December 4

২৪ ঘণ্টা না যেতেই উল্টো সুরে জাপা


ঢাকা: মন্ত্রিসভায় থেকে জাতীয় পার্টির পদত্যাগ করছে এবং এ নিয়ে আলোচনা হচ্ছে-রংপুর সফরকালে সাংবাদিকদের কাছে এমন কথা বলার ২৪ ঘণ্টা যেতে না যেতেই উল্টো সুরে কথা বললেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা নিয়ে কোনো আলোচনা হয়নি। রাজধানীর বিজয়নগরে টেপা কমপ্লেক্সে জাতীয় পার্টির যৌথ সভায় সভাপতির বক্তব্য দেয়ার সময় বৃহস্পতিবার এ তথ্য জানান এরশাদের বিশ্বস্ত হিসাবে পরিচিত জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাতীয় পার্টি ঘোষিত ৬ ডিসেম্বর ‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে দলটির সমাবেশকে কেন্দ্র করে সভাটি আহ্বান করা হয়। বাবলু বলেন, ‘আমরা কার্যত বিরোধী দল। আমরা সংসদেও আছি, রাজপথেও আছি। আমরা নির্বাচনে অংশ না নিলে এদেশের গণতন্ত্র ব্যাহত হতো, সামরিক শাসন আসত। তাই আমরা সরকারে আছি।’ তিনি বলেন, ‘মমতা ব্যানার্জিও এক সময় কংগ্রেস সরকারে ছিলেন। পরে চলে এসেছেন। আমরা সরকারে আছি তবে পার্টনার নই। আমরা কৌশলগত কারণে সরকারে আছি।’ সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়শল চিশতী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, সিনিয়র যুগ্ম-মহাসচিব ও যুব সংহতির সভাপতি এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য ও কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, যুগ্ম-মহাসচিব ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম রুবেল, নুরুল ইসলাম নুরু, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ। জাপা মহাসচিব বলেন, ‘আমরা বাংলাদেশের একমাত্র জাতীয়তাবাদী শক্তি। যারা গোলাম আযম ও জামায়াত নেতাদের সঙ্গে আঁতাত করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। আমরাই একমাত্র জাতীয়তাবাদী স্বাধীনতার পক্ষের শক্তি। বিএনপি বিজয়ের মাসে কি বলতে পারবে তারা স্বাধীনতার পক্ষের শক্তি?’ সরকারের প্রতি জাপা মহাসচিব বলেন, ‘আপনারা গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবেন না। গত এক বছরে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পাচার হয়েছে, সেগুলো আনার ব্যবস্থা করুন। লুটের টাকা ফেরত এনে ভর্তুকি দিন। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়িয়ে দেশের খারাপ অবস্থা আরও সংকীর্ণ করবেন না।’ টিআইবির প্রতিবেদনে দেশের দুর্নীতি বেড়ে যাওয়া দুঃখজনক মন্তব্য করে বাবলু বলেন, ‘দেশে সুশাসন নেই। টিআইবির প্রতিবেদনে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ১৪তম অবস্থানে এসেছে বাংলাদেশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়