Thursday, December 18

মহান বিজয় দিবস উপলক্ষে কানাইঘাট বিএনপির উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন


নিজস্ব প্রতিবেদক: ৪৩তম মহান বিজয় দিবসের প্রথম প্রহরে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পন করা হয়েছে। সদ্য সম্পন্ন উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন হওয়ার পর প্রায় হাজারো নেতাকর্মীদের নিয়ে উপজেলা বিএনপির সভাপতি চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলার শরিফুল হক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুলসহ উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বড়চতুল ইউপি বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং ১নং লীপ্রসাদ ইউপি বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের ফুটবল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়