Saturday, December 6

বায়ো-বাস


কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের ব্রিস্টল থেকে বাথ পর্যন্ত চলছে একটি বাস, যাতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে মানববর্জ্য থেকে তৈরি গ্যাস। এটি যুক্তরাজ্যের প্রথম ‘বায়ো-বাস’। এক খবরে সিএনএন এ তথ্য জানিয়েছে। মানুষের বর্জ্য ও আবর্জনা থেকে তৈরি বায়োমিথেন গ্যাস বাসের জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এক ট্যাংকভর্তি বায়োমিথেন গ্যাস দিয়ে বাসটি ১৮৬ মাইল পর্যন্ত চলতে পারে। ডিজেলচালিত বাসের তুলনায় এই বাস থেকে ৩০ শতাংশ কম বায়ু দূষিত হয় বলে একে পরিবেশবান্ধব বলা হচ্ছে। যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে দেশটিতে অনেক বাড়িতেই মানববর্জ্য থেকে উৎপাদিত গ্যাস ব্যবহৃত হচ্ছে। মানববর্জ্য যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে যুক্তরাজ্যের ১০ শতাংশ গ্যাসের চাহিদা মিটতে পারে বলেই মনে করছেন তারা। যুক্তরাজ্যে বর্জ থেকে জ্বালানি তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছে জেনইকো নামের একটি প্রতিষ্ঠান। তারাই বাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. সাদিক জানিয়েছেন, স্থানীয়ভাবে সংগৃহীত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে গ্যাস তৈরি করা হচ্ছে এবং তা দিয়েই বাস চলছে। সাদিক জানিয়েছেন, একজন মানুষের এক বছরের বর্জ্য থেকে যে গ্যাস তৈরি হয়, তা দিয়ে ৩৭ মাইল বাস চলতে পারে। কিন্তু গন্ধ? সাদিক জানিয়েছেন, বাস থেকে যে ধোঁয়া বের হয় তাতে কোনো দুর্গন্ধ হয় না। সুয়োজে বায়োমিথেন গ্যাস তৈরির সময় ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। এই ব্যাকটেরিয়া বর্জ্যকে ভেঙে মিথেন ও কার্বন ডাই–অক্সাইডে রূপান্তরিত করে। গ্যাস তৈরির এই প্রক্রিয়ায় সব দুর্গন্ধ দূর করে ফেলা হয়। সবুজ শক্তি বা পরিবেশবান্ধব শক্তি উৎপাদনে মানববর্জ্য কীভাবে কাজে লাগানো যায়, তার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে এই বায়ো বাসের উদ্ভাবন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়